রানার্সআপ দলকে হারিয়ে শেষ চারে রাসেল
মাঠের খেলা ফুটবলে এখন মাঠের চেয়ে ফেডারেশন নিয়ে আলোচনা বেশি। আজ (মঙ্গলবার) বাফুফে ভবনে যখন রুদ্ধদ্বার সভা চলছে তখন মুন্সিগঞ্জে ফেডারেশন কাপের শেষ কোয়ার্টারে শেখ রাসেলের সঙ্গে লড়ছিল পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। গত আসরের রানার্সআপ রহমতগঞ্জকে হারিয়ে সেমিতে উঠেছে জুলফিকার মাহমুদ মিন্টুর শেখ রাসেল।
গত আসরেও কোয়ার্টার-ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সাত গোলের রোমাঞ্চ ছড়ানো সেই ম্যাচে জয়ের আনন্দে মেতেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এবারের মধুর প্রতিশোধ নিল শেখ রাসেল ক্রীড়া চক্র।
বিজ্ঞাপন
১৪ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ইকোচুকু। এমফন উদোহ বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন অনায়াসে। এরপর কাট ব্যাক করেন গোলমুখে। সেখানে কেনেথ ইকেচুকুও ছিলেন না কড়া পাহারায়। বুদ্ধিদ্বীপ্ত ফ্লিকে জাল খুঁজে নেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে দিয়ালো হেডে জালে বল জড়ালেও অফসাইডের কারণে সমতায় ফেরা হয়নি রহমতগঞ্জেরও।
৫৮ মিনিটে আল আমিনকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আবিদ আহমেদের মাঠ ছাড়ার ঘটনা! তিন মিনিট আগেই প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়ে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন, কিন্তু সতর্ক হননি শেখ রাসেলের এই ডিফেন্ডার। দশ জনের দলে পরিণত হয় শেখ রাসেল। ম্যাচের বাকি সময় দশ জনের বিপক্ষে সমতা আনতে পারেনি রহমতগঞ্জ।
৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণের দারুণ সুযোগ নষ্ট হয় শেখ রাসেলের। উদোহর থ্রু পাস ফাঁকায় পেয়ে শট নিয়েছিলেন ইকেচুকু, কিন্তু তার শট যায় বাইরে। সহজ সুযোগ হারিয়ে হতাশায় মুখ ঢাকতে দেখা যায় এই ফরোয়ার্ডকে। কিন্তু শেষ পর্যন্ত স্বস্তি হাসি নিয়েই মাঠ ছেড়েছে তারা।
আগামী ৯ মে প্রথম সেমিফাইনালে গোপালগঞ্জে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। এর পরের সপ্তাহে ১৬ মে আরেক সেমিফাইনালে ঢাকা আবাহনীর সঙ্গে লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র। ৩০ মে কুমিল্লায় ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এজেড/এফআই