ফাইল ছবি

মার্চের শেষ সপ্তাহ থেকেই নানা ঘটনায় আলোচনায় আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এমন পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যেই ২ টি জরুরি সভা করেছে বাফুফে। আর আজ  দুপুর দুইটায় সাধারণ নির্বাহী কমিটির সভা করতে যাচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর ঘন্টা দুয়েক আগে ডেভলপমেন্ট কমিটির সভাও রয়েছে।

আজকের সভার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কক্সবাজারে ফিফা ট্যাকনিক্যাল সেন্টারের নানা চুক্তির বিষয়ে বাফুফের অনুমোদন। নির্বাহী সভায় সেই অনুমোদনের আগে ডেভলপমেন্ট কমিটি ট্যাকনিক্যাল সেন্টার তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। 

ট্যাকনিক্যাল সেন্টার ছাড়া নারী ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমোদনও অন্যতম আলোচ্য সূচি নির্বাহী সভায়। তবে সব কিছু ছাপিয়ে সোহাগ কান্ডের পর গঠিত তদন্ত কমিটির বিষয়টি নির্বাহী সভায় সবচেয়ে বেশি সময় আলোচিত হবে। দুই সহ-সভাপতি পদত্যাগ করায় তদন্ত কমিটির ভবিষ্যত শঙ্কার মুখে। 

নির্বাহী কমিটির সভায় সশরীরে খুব বেশি উপস্থিত থাকতে দেখা যায়নি নোয়াখালীর ওয়াদুদ পিন্টু ও খুলনার অ্যাডভোকেট সাইফুল ইসলামকে। তাদের আজকের সভায় উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ থেকে তাদের পদত্যাগের আহ্বান জানাবে। নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ৭ মার্চ। সেই পদত্যাগ নির্বাহী কমিটি সভা ছাড়া গৃহীত হওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা হতে পারে। 

এজেড/এইচজেএস