এখনই আর্জেন্টিনার হয়ে নামা হচ্ছে না গার্নাচোর
স্পেনের মাদ্রিদে জন্ম নিলেও আর্জেন্টাইন মায়ের কল্যাণে দুই দেশের নাগরিকত্ব রয়েছে আলেজান্দ্রো গার্নাচোর। সেই কারণে প্রতিভাবান এই তরুণকে পেতে দুই দেশই লড়াইয়ে নেমেছিল। তবে শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিতেছে আর্জেন্টিনা। এরপর গার্নাচোকে আলবিসেলেস্তাদের জাতীয় দলে ডাক দেন কোচ লিওনেল স্কালোনি। যদিও শেষ পর্যন্ত তাদের হয়ে এই তরুণের প্রীতি ম্যাচে নামা হয়নি। তবে তার অপেক্ষার অবসান হতে পারত নিজেদের মাটিতে হতে যাওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। কিন্তু তার পথও বন্ধ হয়ে গেল!
এর আগে গার্নাচো নিজেও নিজদেশের জার্সিতে খেলতে চেয়েছিলেন। যদিও এর ভেতর স্পেনের জাতীয় দল ডাক দিলে সেখানেও না গিয়ে উপায় থাকতো না তার। তবে সেই জল্পনা শেষ হয়ে যায় স্কালোনির দলে অন্তর্ভূক্ত হয়ে। তাই তো মুখিয়ে ছিলেন নীল-সাদা জার্সি গায়ে জড়ানোর। কিন্তু তার ইচ্ছা মে মাসে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব বিশ্বকাপেও পূরণ হচ্ছে না। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার জন্য ক্লাবটি গার্নাচোকে ছুটি দেয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> গার্নাচোকে বিশ্বকাপে চায় আর্জেন্টিনা, ম্যানইউ’র বাধা
দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়, গার্নাচো শেষ পর্যন্ত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলতে চেয়েছিল। সেজন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ক্লাবকে রাজি করাতে। গত কয়েক ঘণ্টার ভেতরও তিনি কোচ এরিক টেন হাগের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তিনি তাতে সফল হননি। এমনকি ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব দলটির গুরু দায়িত্বে থাকা হ্যাভিয়ের মাসচেরানোও।
এদিকে রেড ডেভিলদের কোচ টেন হাগকে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম ম্যাচের আগেও গার্নাচোকে ছুটি দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হয়। তিনি সরাসরি গার্নাচোর দেশের হয়ে খেলার বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। যদিও টটেনহ্যামের সঙ্গে ম্যানইউর ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়েছে। তবে ম্যাচ শেষে জানা গেছে, আরও পাঁচ বছরের জন্য গার্নাচোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইউনাইটেড। ফলে তার সঙ্গে দলটির চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত।
— ESPN FC (@ESPNFC) April 28, 2023
এরপর সেই প্রতিক্রিয়ায় এই আর্জেন্টাইন ফুটবলার জানিয়েছেন, ‘এটি অসাধারণ একটি ক্লাব। এখানে আমি আসার পর থেকেই তাদের হয়ে অভিষেক, ওল্ড ট্রাফোর্ডে খেলা, গোল করা এবং ট্রফি জিততে চেয়েছি। ম্যানইউ’র বিস্ময়কর ভক্তদের সামনে আমি আরও অনেক বিশেষ মুহূর্তের স্বাক্ষী হতে চাই।’
মূলত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফিফা ক্যালেন্ডারের অংশ নয়। তাই আর্জেন্টিনার বাইরের ক্লাবগুলো তাদের খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। আর সে কারণেই গার্নাচোকে বিশ্বকাপ খেলাতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন ও মাসচেরানোর এত দৌড়ঝাঁপও কাজে আসেনি।
আরও পড়ুন >> মাদ্রিদে জন্ম নিয়েও যেভাবে আর্জেন্টিনা দলে গার্নাচো
ইউনাইটেডের যুব দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলতি মৌসুমের শুরুতেই মূল দলে জায়গা করে নেন গার্নাচো। এরপর থেকে তিনি একটু একটু করে ক্লাব কোচ এরিক টেন হাগের আস্থা অর্জন করে চলেছেন। অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০০৫ ও ২০০৭ সালেও দলটি চ্যাম্পিয়ন হয়। এর আগে ২০০১ সালের আসরের আয়োজক ছিল আর্জেন্টিনা।
এএইচএস