বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের তৃতীয় রাউন্ডে শিরোপা প্রত্যাশী দুই দলের মধ্যে ব্যবধান আরো বাড়ল। ঢাকা আবাহনী ০-১ গোলে হেরেছে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে আর বসুন্ধরা কিংস ৪-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। এর ফলে বসুন্ধরা ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। 

প্রথম লেগ শেষে কিংস আবাহনীর চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে ছিল। দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে উত্তরা আজমপুরের সঙ্গে ড্র করে কিংস। আবাহনী নিজেদের ম্যাচ জেতায় ব্যবধান কমে সাতে দাড়ায়। আজ আবাহনী হারায় ও কিংস জেতায় সাত থেকে বেড়ে দশ হয়েছে। 

আবাহনী ও মুক্তিযোদ্ধার ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছিল। শেষ মুহূর্তে কপাল পুড়েছে আবাহনীর। ৯০ মিনিট শেষেও স্কোরলাইন গোলশূন্য। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে গোল করে মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল ইকেচুকু।ম্যাচের প্রথমার্ধে দাপট ছিল আবাহনীর। একাধিক গোলের সুযোগ মিস করেন আবাহনীর ফরোয়ার্ডরা। 

অন্য দিকে বসুন্ধরা কিংস ৪-০ গোলের সহজ জয় পায়। ম্যাচের প্রথমার্ধেই ৩ গোলের লীড পায় কিংস। অধিনায়ক রবসন ৬ মিনিটে লীড এনে দেন। এরপর আসরর গফুরভ ও মিগুয়েল একটি করে গোল করেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে মিগুয়েল আরেকটি গোল করলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস৷ 

আজ লিগের তিনটি ম্যাচ ছিল। আরেক ম্যাচে শেখ জামাল ২-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। ম্যাচের তিন গোলই দ্বিতীয়ার্ধে। ৮২ মিনিটে পুলিশ ম্যাচে সমতা আনে। ইনজুরি সময়ে ওতাবেকের গোলে জামাল পূর্ণ ৩ পয়েন্ট পায়। 

এজেড/এফআই