‘শিরোপার লাগাম সিটির হাতে’
গুরুত্বপূর্ণ ম্যাচে চাপেই যেন ভেঙ্গে পড়লো আর্সেনাল! আর সেই সুযোগ ষোল আনাই কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পেপ গার্দিওয়ালার মতে, শিরোপার লাগাম এখন তাদের হাতে।
বুধবার রাতে ঘরের মাঠে আর্সেনালকে ৪-১ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। জোড়া গোল করে সিটির জয়ের নায়ক কেভিন ডে ব্রুইনে। একটি করে গোল করেন জন স্টোন্স ও আর্লিং হলান্ড।
বিজ্ঞাপন
নিজেদের পরের ম্যাচগুলোতে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে শিরোপাটা উঠবে তাদের হাতে। ম্যাচ শেষ গার্দিওলাও বললেন লাগামটা এখন তাঁদের হাতেই, ‘আমরা মনোযোগ হারাতে পারি না। শিরোপার লাগাম এখন আমাদের হাতে।’
শিরোপা জয়ের ধারায় পরের তিন ম্যাচ গুরুত্বপূর্ণ উল্লেখ করে গার্দিওলা বলেছেন, ‘পরের তিন ম্যাচ ঠিক করবে আমরা যা করতে চাচ্ছি তা করতে পারব কি না। বাস্তবতা হচ্ছে আমরা এখনো আর্সেনালের চেয়ে পিছিয়ে আছি। কাজটা আমাদের জন্য মোটেই সহজ হবে না। ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে হবে। দেখা যাক কি হয়। লাগামটা যখন আমাদের হাতে আমাদের সেটা কাজে লাগাতে হবে।’
এইচজেএস