‘সত্যি বলতে আমি তাদের খেলা দেখে মুগ্ধ’
সিনিয়র কিংবা বয়সভিত্তিক সকল দলের সঙ্গেই কোচ হিসেবে আছেন গোলাম রব্বানী ছোটন। সিঙ্গাপুরে চলমান এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশীপের বাছাই তার কাছে একটু ভিন্ন ধরনের। কারণ এই প্রতিযোগিতায় অংশ নেয়া কোনো নারী ফুটবলাররই এর আগে দেশের বাইরে খেলেনি। বিদেশে অভিষেক ম্যাচে বড় জয়ে ছোটন যারপরনাই মুগ্ধ।
৬-০ গোলে তুর্কমেনিস্তানকে হারানোর পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সত্যি বলতে আমি তাদের খেলা দেখে মুগ্ধ। শুরু থেকে দল ভালো খেলেছে। বিশেষ করে শুরু থেকে চাপ প্রয়োগ করে খেলার ধরণটা ছিল দেখার মতোই।’
বিজ্ঞাপন
এই ম্যাচে তুর্কমেনিস্তানের বেশ কিছু খেলোয়াড় আছে যারা ঢাকায় খেলেছে। এই দলটির অভিজ্ঞতা কম নয়। তবে রুমাদের খেলায় উন্নতি দেখছেন কোচ, 'আমাদের খেলোয়াড়রা নতুন। প্রতিপক্ষ শক্তিশালী ধরেই খেলেছি। আমরা যে প্রতিনিয়ত উন্নতি করছি তার প্রমান দেখতে পাচ্ছি। আমাদের লক্ষ্য হলো মেয়েদের উন্নতি।’
মেয়েদের ফুটবলে উন্নতির কারণ সম্পর্কে ছোটন বলেন , 'প্রতিদিনই আমাদের মেয়েরা কঠোর অনুশীলন করে থাকে। জিমসহ সবকিছুই করে। এছাড়া দীর্ঘদিন ধরেই তারা এক সঙ্গে আছে। আর ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে যে ভুলগুলো হয়েছিল তা নিয়ে গত একমাস ধরে কাজ হয়েছে। আজকের ম্যাচে তারই উন্নতি দেখা গেছে।’
এজেড/এইচজেএস