সমর্থকদের টিকিটের অর্থ ফেরত দেবে অনুতপ্ত টটেনহ্যাম
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গেল ম্যাচটি টটেনহ্যাম হটস্পারের জন্য ছিল দুঃস্বপ্নের চেয়েও ভয়ংকর। একটি দুটি নয়, গুণে গুণে ছয় গোল হজম করে ফিরেছিল তারা। এমন বিব্রতকর হারের পর সমর্থকদের মনের অবস্থা সহজেই অনুমেয়। অনুতপ্ত টটেনহ্যামের খেলোয়াড়রাও। আর তাই ওই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে টটেনহ্যামের ভেরিফায়েড পেইজে একটি বার্তা দিয়েছে দলটির খেলোয়াড়রা। সেইন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে খেলা দেখতে যাওয়া সমর্থকদের টিকেটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে ফুটবলাররা বলেন, ‘একটা দল হিসেবে আপনাদের হতাশা, ক্ষোভ বুঝতে পারছি আমরা। আমাদের পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। আমরা জানি, এ ধরণের পরিস্থিতিতে মুখের কথা আপনাদের শান্ত্বনার জন্য যথেষ্ট নয়। বিশ্বাস করুন, এমন হার আমাদেরকেও কষ্ট দেয়।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাতে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্সেনাল-সিটি
তারা আরও জানায়, ‘হোম ও অ্যাওয়ে সব ম্যাচে আমাদের পাশে থাকায় আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং সেইন্ট জেমস পার্কে খেলা দেখতে যাওয়া সমর্থকদের টিকেটের মূল্য ফেরত দিতে চাই আমরা।’
The players have a message for our fans who went to Newcastle on Sunday...
Posted by Tottenham Hotspur on Tuesday, April 25, 2023
টটেনহ্যামের ফুটবলাররা বলেন, ‘আমরা জানি, রোববার যা হয়েছে এই টিকেটের মূল্য ফেরতে কিছু পরিবর্তন হবে না। তবে সবকিছু ঠিকঠাক করতে আমরা নিজেদের সবটুকু উজার করে দেবো এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে আপনাদের সমর্থন আমাদের কাছে সবকিছু। একমাত্র ঐক্যবদ্ধতা আমাদের এগিয়ে নিতে পারে।’
নিউক্যাসলের কাছে এমন বিব্রতকর হারের জন্য ইতোমধ্যে অন্তবর্তীকালীন কোচ ক্রিষ্টিয়ান স্টেলিনিকে বরখাস্ত করেছে টটেনহ্যাম। স্টেলিনির জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে রায়ান ম্যাসনকে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্লাবটি।
নিউক্যাসলের কাছে হারের ক্ষত নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) আবারও মাঠে নামছে টটেনহ্যাম। ইংলিশ প্রিমিয়ার লিগে ঐ ম্যাচে টটেনহ্যামের প্রতিপক্ষ ইউনাইটেড।
এফআই