প্রায় চার মাস পেরিয়ে গেলেও বিশ্বকাপ জয়ের ঘোর এখনো কাটেনি আর্জেন্টিনার। উৎসবে ভাসছে আলবিসেলেস্তে সমর্থকরাও। হবেই না কেন! সৌদি আরবের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরুর পর দারুণ প্রত্যাবর্তন। এরপর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তিন যুগ পর সোনালি ট্রফির অপেক্ষার অবসান। কাতারে বিশ্বকাপ শিরোপা জিতে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। এর মধ্যেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আগামী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হচ্ছে।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই শুরু হচ্ছে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে আর্জেন্টিনা।

এদিকে, বাছাইপর্বে এ বছরই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২১ সালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড। 

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা বাড়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হয়েছে। 

ঘরের মাঠে বিশ্বকাপ উদযাপন মেসি-ডি মারিয়াদের।

বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩ সালের ম্যাচ (লাতিন আমেরিকা):

সেপ্টেম্বর, ২০২৩:

প্রথম রাউন্ড:

উরুগুয়ে–চিলি

কলম্বিয়া–ভেনিজুয়েলা

ব্রাজিল–বলিভিয়া

প্যারাগুয়ে–চিলি

আর্জেন্টিনা–ইকুয়েডর

আরও পড়ুন: বিশ্বকাপ ড্র: সহজ গ্রুপে আর্জেন্টিনা, ব্রাজিলের প্রতিপক্ষ যারা

দ্বিতীয় রাউন্ড:

পেরু–ব্রাজিল

ভেনিজুয়েলা–প্যারাগুয়ে

বলিভিয়া–আর্জেন্টিনা

চিলি–কলম্বিয়া

অক্টোবর, ২০২৩:

তৃতীয় রাউন্ড:

কলম্বিয়া–উরগুয়ে

ব্রাজিল–ভেনিজুয়েলা

বলিভিয়া–ইকুয়েডর

আর্জেন্টিনা–প্যারাগুয়ে

 চিলি–পেরু

চতুর্থ রাউন্ড:

উরুগুয়ে–ব্রাজিল

পেরু–আর্জেন্টিনা

ভেনিজুয়েলা–চিলি

ইকুয়েডর–কলম্বিয়া

প্যারাগুয়ে–বলিভিয়া

নভেম্বর, ২০২৩:

পঞ্চম রাউন্ড:

কলম্বিয়া–ব্রাজিল

ভেনিজুয়েলা–ইকুয়েডর

বলিভিয়া–পেরু

আর্জেন্টিনা–উরুগুয়ে

চিলি–প্যারাগুয়ে

ষষ্ঠ রাউন্ড:

উরুগুয়ে–বলিভিয়া

পেরু–ভেনিজুয়েলা

ব্রাজিল–আর্জেন্টিনা

প্যারাগুয়ে–কলম্বিয়া

ইকুয়েডর–চিলি

 

এফআই