ব্যালন ডি’অরের দৌড়ে যাকে এগিয়ে রাখলেন রুনি
ইংল্যান্ড জাতীয় দল ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এক সময় সর্বোচ্চ গোলদাতা ছিলেন ওয়েন রুনি। সাম্প্রতিক সময়ে তিনি কথা বলেছেন এই বছরের ব্যালন ডি’অর নিয়ে। আর্লিং হলান্ডকে তিনি বর্তমান সময়ের সেরা ফুটবলার বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে মেসিও যে এখনও একজন মহাতারকা সেটিও স্মরণ করিয়ে দেন সাবেক এই ইংলিশ তারকা। তার মতে, ফুটবলে মেসি-রোনালদোদের স্বর্ণযুগ ফুরিয়ে এসেছে। তাদের স্থান দখল করে নিচ্ছেন হলান্ড ও কিলিয়ান এমবাপে। একইসঙ্গে রুনির চোখে ব্যালন ডি’অর দাবিদার ফুটবলার কে সেটিও জানিয়েছেন।
প্রতিবছরই ফুটবল বিশ্বের দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে ব্যালন ডি’অর। এখন পর্যন্ত সর্বোচ্চ সাতটি ব্যালন ডি’অর জেতা বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও আছেন এবারের দৌড়ে। কেবল দৌড়ই নয়, তিনিই ঢের এগিয়ে থাকার কথা তার প্রতিদ্বন্দ্বী ফুটবলারদের চেয়ে। কাতার বিশ্বকাপ তাকে মুঠোভর্তি সাফল্য এনে দিয়েছে। মরুর বুকে ঝড় তুলে সোনালী ট্রফি জয়ের পর তিনি গোল্ডেন বুট এবং ফিফার বর্ষসেরাও হয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> এবার বার্সা সতীর্থদের সঙ্গে মেসির ডিনার
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে ইংলিশ গণমাধ্যম দ্য টাইমসের প্রকাশিত রুনি সাক্ষাৎকার উদ্ধৃত করে একটি প্রতিবেদন করেছে। সেখানে বলা হয়, মেসির প্রতি সম্মান দেখিয়ে রুনির দাবি বিশ্ব ফুটবলে এখন হলান্ডের ওপরে কোন তারকা নেই। রুনি বলছেন, ‘বর্তমানে হলান্ড বিশ্বের সেরা ফুটবলার। লিওনেল মেসি কিংবদন্তী কিন্তু হলান্ড এই মুহূর্তে যেভাবে খেলছে তা অবিশ্বাস্য। তার সামর্থ্য দেখলে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। যেভাবে তার নামের পাশে গোল সংখ্যা যুক্ত হচ্ছে তাতে বুঝাই যায় সে’ই সেরা।’
ব্যালন ডি’অর প্রশ্নে রুনির জবাব, ‘হলান্ডের গোল করার তাড়না ও মানসিকতা অন্যরকম। যদি হলান্ড ও মেসি ব্যালন ডি’অরে নজর দিতে চায়, আমি বলব এটি হলান্ডের।’
— PurelyFootball (@PurelyFootball) April 25, 2023
রুনি আরো লিখেন, ‘আমরা মেসি ও রোনালদোর মতো তারকা ফুটবলারদের যুগ দেখেছি। এই মুহূর্তে আমরা হলান্ড এবং এমবাপেদের যুগ দেখছি। তাদের মতো প্রতিভাবান ফুটবলারদের দেখা মানে, ম্যাচটা উপভোগ করো। তারা এমনিতেই আপনাকে বিনোদন দিতে পারে। হলান্ডের মধ্যে বিশেষ কিছু আছে। সে মাঠে নামেই গোল করার জন্য। সে কারণে মেসি ও রোনালদোর যুগ শেষ হয়ে গেছে। বর্তমান যুগটি হলান্ড ও এমবাপের।’
আরও পড়ুন >> মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার আকুতি স্প্যানিশ কোচের
ম্যানচেস্টার সিটির হয়ে চলতি মৌসুমে দানবীয় সব পারফর্ম করে যাচ্ছেন হলান্ড। সবমিলিয়ে ৪২ ম্যাচে তার গোলসংখ্যা ৪৮টি। যার ফলে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার খুব নিকটে পৌঁছে গেছেন। ইংলিশ লিগে ৩২টি গোল নিয়ে তিনি সর্বোচ্চ গোলদাতা অ্যালান শেরারের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন। তার সামনে লিগে এখনও ম্যাচ রয়েছে ৮টি।
এএইচএস