বিদেশে অভিষেকেই জিততে চায় বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দল অনূর্ধ্ব পর্যায়ে বেশ সফল। দক্ষিণ এশিয়ার গণ্ডির বাইরে এশিয়ান পর্যায়েও তাদের সফলতা রয়েছে। সানজিদা-কৃষ্ণাদের পরবর্তী প্রজন্ম হিসেবে ওঠে আসছেন রুমা সরকাররা। দেশের মাটিতে তারা দুটি সাফ টুর্নামেন্ট খেললেও আগামীকাল (২৬ এপ্রিল) বিদেশের মাটিতে অভিষেক হচ্ছে।
আগামীকাল সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যায় এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষে নামবে। বিদেশের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে জিততে চান রুমারা। সেটিই জানিয়েছেন দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন, ‘তারা দেশের বাইরে প্রথম আসলেও নার্ভাস নয়। প্রথম ম্যাচ তারা জয় দিয়ে শুরু করতে চায়। আমাদের প্রস্তুতিও ভালো, ফলে আশা করি জয় পাওয়া কঠিন হবে না।’
বিজ্ঞাপন
তবে বাংলাদেশের তরুণীদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান সম্পর্কে সেই রকম ধারণা নেই। আজ টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কোচের মন্তব্য থেকে কিছু ধারণা পেয়েছেন ছোটন, ‘তারাও এই টুর্নামেন্ট থেকে কোয়ালিফাই করতে এসেছে। আমাদের হারাতে চায় তবে আমরা বিচলিত নই।’
আরও পড়ুন >> ইত্যাদির দেশাত্মবোধক গানে নারী ক্রীড়াবিদরা
গতকাল সকালে সিঙ্গাপুরে পৌঁছায় বাংলাদেশ দল। সারাদিন বিশ্রাম শেষে রুমারা আজ সন্ধ্যায় অনুশীলন শুরু করবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী তিন দিন আগে সিঙ্গাপুরে পৌঁছায় বাংলাদেশ দল। এর আগে গেলে বাড়তি সময়ের ব্যয়ভার বাংলাদেশ দলকেই বহন করতে হতো।
এএফসি অ-১৭ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ডি গ্রুপে। গ্রুপের ৩ দলের মধ্যে কেবল একটি দলই পরবর্তী বাছাইয়ে খেলবে। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৩০ এপ্রিল বাংলাদেশের মেয়েদের পরবর্তী প্রতিপক্ষ সিঙ্গাপুর।
এজেড/এএইচএস