খারাপ সময় যেন পিছু ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন পর্তুগিজ মহাতারকা। পাচ্ছেন না কাঙ্ক্ষিত গোলের দেখা। সেই সঙ্গে প্রায় প্রতি ম্যাচেই মেজাজ হারিয়ে নতুন নতুন সব বিতর্কের জন্ম দিচ্ছেন। দিন কয়েক আগে অশালীন অঙ্গভঙ্গির জেরে তাকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবিও জানিয়েছিল কেউ কেউ। এদিকে বিবর্ণ রোনালদোতে ব্যর্থতার বৃত্তে তার দল আল-নাসরও। শঙ্কা জাগছে চলতি মৌসুমে শিরোপাহীন থাকার। 

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃস্বপ্ন ভুলে পাড়ি জমিয়েছিলেন মরুর বুকে। সৌদি আরবের ক্লাব আল-নাসরে রেকর্ড ট্রান্সফার ফিতে নাম লেখানোর পর শুরুর কয়েকটা ম্যাচের হতাশা ঝেড়ে বেশ ছন্দে ফিরেছিলেন রোনালদো। তবে এত সুখ সইবে কেমন করে! আবারও ছন্দহীন নির্বিশ এক রোনালদোর দেখা মিলছে। অবস্থা এতটা বেগতিক দাঁড়িয়েছে যে, রোনালদোর পায়ে কত বার বলে গেছে সেটি ম্যাচ শেষে গুণে বলে দেওয়া যাবে। 

আরও পড়ুন: রোনালদো-কোহলিদের ‘ব্লু টিক’ ফিরিয়ে দিল টুইটার

টানা তিন ম্যাচে গোলহীন রোনালদো। আর এ তিনটি ম্যাচেই জয়হীন আল-নাসর।  সৌদি প্রো লিগে আল-ফায়হার সঙ্গে ড্রয়ের পর আল-হিলালের কাছে হার। এরপর আজ কিংস কাপে ভেহদার কাছেও ১-০ গোলে হেরেছে আল-নাসর। এই হারে কিংস কাপের সেমিফাইনালেই থেমে গেছে আল-নাসর। 

দুঃস্বপ্ন পিছু ছাড়ছে না রোনালদোর। ছবি-সংগৃহীত

কদিন আগে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছিল আল-নাসর। শেষমেশ কিংস কাপ। বাকি থাকা সৌদি প্রো লিগেও খুব একটা স্বস্তিতে নেই রোনালদোরা। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুই নম্বরে।

আরও পড়ুন: অশালীন অঙ্গভঙ্গি’র জন্য শাস্তি হচ্ছে না রোনালদোর

অন্যদিকে, তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে নম্বর ওয়ানে থাকা আল ইতিহাদ এক ম্যাচ কম খেলেছে। লিগে নাসরের সামনে আর বাকি আছে ৬ ম্যাচ। তাই সেই প্রতিযোগিতায় টিকে থাকতে রোনালদোদের সামনের পথটা একেবারেই মসৃণ নয়!

এফআই