গত এক মাস ধরে আলোচনায় বাংলাদেশ নারী ফুটবল দল। এপ্রিলের প্রথম সপ্তাহে অলিম্পিক বাছাইয়ের খেলায় মিয়ানমারে অংশ নিতে পারেননি সাবিনারা। তবে অলিম্পিক বাছাইয়ে অংশ না নিলেও তাদের অনুজরা এএফসি অ-১৭ বাছাইয়ে অংশ নিতে সিঙ্গাপুর পৌঁছেছে। 

গতকাল (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বাংলাদেশ দল ইউএস-বাংলা এয়ারলাইন্স যোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে  বাংলাদেশ দল সেখানে পৌঁছায় আজ সিঙ্গাপুর সময় সকাল ৬টায়। তবে এদিন রুমারা অনুশীলন করবেন না। আগামীকাল স্থানীয় সময় অনুযায়ী রাতে অনুশীলন করাবেন গুরু গোলাম রব্বানী ছোটন।

আরও পড়ুন >> ইত্যাদির দেশাত্মবোধক গানে নারী ক্রীড়াবিদরা

এএফসি অ-১৭ বাছাইয়ে যুব টাইগ্রেসরা রয়েছে ডি গ্রুপে। এই গ্রুপের ৩ দলের মধ্যে কেবল একটি দলই পরবর্তী রাউন্ডে খেলবে। ২৬ এপ্রিল তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। এরপর ৩০ এপ্রিল তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। 

আগে থেকেই অ-১৭ নারী দল খেলার মধ্যেই রয়েছে। গত মাসে সাফ অ-১৭ টুর্নামেন্টে রানারআপ এবং দলটির অনেকেই সাফ অ-১৫ টুর্নামেন্ট খেলেছে। তবে দুটি টুর্নামেন্টই ঢাকায় হওয়ায় এবারই রুমাদের প্রথম বিদেশ সফর।

আরও পড়ুন >> ক্যাম্পেই নারী ফুটবলারদের ঈদ আনন্দ

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সঙ্গী ছিলেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। তিনি এই সফরে নেই। কারণ নারী সহকারী কোচ থাকা বাধ্যতামূলক। সে হিসেবে লিটুর স্ত্রী অনন্যা সহকারী কোচ হিসেবে কাজ করবেন।

এজেড/এএইচএস