মেসিকে নিয়ে কিসের ইঙ্গিত ‘বন্ধু’ সুয়ারেজের?
চলতি বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। ধারণা করা হচ্ছে এরপরই প্যারিসে ছাড়বেন আর্জেন্টাইন মহাতারকা। সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে সাবেক ক্লাব বার্সেলোনাকে নিয়ে। কাতালান ক্লাবটির তরফেও মেসিকে ফেরানোর ব্যাপারে আভাস মিলছে। এবার মেসির প্রত্যাবর্তন গুঞ্জনে ঘি ঢাললেন ক্লাবটিতে তারই একসময়ের সতীর্থ লুইস সুয়ারেজ।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ বলছে, মেসিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করে দিয়েছে বার্সা। সম্প্রতি নিজেদের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘মার্কা’, যার শিরোনাম ‘দৃষ্টিসীমায় লেভার: মেসি বার্সার কাছাকাছি’।
বিজ্ঞাপন
বার্সার ক্রীড়া পরিকল্পনা বোর্ড জানিয়েছে, আগামী মৌসুম চলতে ২০ কোটি ইউরো (২ হাজার ৩২৫ কোটি ৭০ লাখ টাকার কিছু বেশি) লাগবে। এই অর্থ বিভিন্ন খাত থেকে আয়ের মাধ্যমে ও ব্যয় কমিয়ে জোগাড় করবে তারা। ক্লাবটি তাদের অর্থনৈতিক কার্যকারিতা পরিকল্পনা শিগগিরই লা লিগা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবে। অঙ্গীকারপত্র প্রদান সাপেক্ষে লিগ কমিটি সবুজ সংকেত দিলে দলবদলের বাজারে যোগ দিতে আর কোনো বাধা থাকবে না। চাইলে মেসিকেও ফেরাতে পারবে বার্সা।
আরও পড়ুন: মেসিকে ফেরাতে যেভাবে অর্থ যোগাবে বার্সা
পুরনো ক্লাবে মেসির ফেরার গুঞ্জনকে আরও জোরাল করেছে নতুন একটি খবর। বার্সার হাঁড়ির খবর জানিয়ে খ্যাতি পাওয়া সাংবাদিক আদ্রিয়ান সাঞ্চেজ নিজের ইউটিউব চ্যানেল ‘মাস কুউই পেলাতস’-এ দাবি করেছেন, বার্সেলোনায় সন্তানদের পুরনো স্কুলে আবারো তাদেরকে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন মেসির পরিবার।
তবে দিন কয়েক আগে বার্সায় ফিরবেন কি-না জানতে চাইলে বিষয়টি সম্পূর্ণ ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলেন মেসি। কিন্তু এতো কিছুর মাঝেও বার্সেলোনায় ফেরার ইঙ্গিত দিলেন সুয়ারেজ। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তার একটি ছবি আপলোড করে ক্যাপশন দিয়েছেন, 'ফেরা।'
এফআই