ভিডিও: ‘রেসলার’ রোনালদো
বিশ্বসেরা ফুটবলারের তালিকায় প্রথম সারিতেই নাম থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদোর। বুড়ো বয়সেও ভেল্কি দেখাচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা। প্রতিনিয়ত ভাঙছেন একের পর এক রেকর্ড। গড়ছেন নতুন মাইলফলক। তবে ক্যারিয়ারজুড়ে সাফল্যের সঙ্গে কম বিতর্কে জড়াননি। সর্বশেষ গতকাল (বুধবার) রাতটাও ভুলে থাকতে চাইবেন সিআরসেভেন।
সৌদি প্রো লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আল–হিলালের কাছে ২-০ গোল হেরে লিগ শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রোনালদোর আল-নাসর। এ নিয়ে টানা দুটি ম্যাচে জয়বঞ্চিত হয়েই মাঠ ছেড়েছে তার দল আল-নাসর। আগের ম্যাচে ড্র-য়ের পর কোচ রুডি গার্সিয়ার সঙ্গে সম্পর্কে শীতলতা তৈরি হয় এই পর্তুগিজ তারকার। এরপর বরখাস্ত হন গার্সিয়া। এবার মাঠে নেমে হেরেই গেছে সৌদি লিগের শীর্ষে থাকা দলটি।
বিজ্ঞাপন
পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন আল নাসরের তারকা স্ট্রাইকার। কেবলমাত্র দ্বিতীয়ার্ধে একটি হলুদ কার্ড রোনালদোকে নজরে এনেছে। বলে হেড দেওয়ার চেয়ে ওই দৃশ্যে পর্তুগিজ তারকাকে ফাউল করায় বেশি আগ্রহী মনে হয়েছে! হিলালের এক খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে হেড করতে লাফিয়ে তাঁকে রীতিমতো জাপটে ধরে ফেলে দিয়েছেন। এ ঘটনায় রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে দ্বিতীয়বার ভাবেননি। অবশ্য হলুদ কার্ড দেখানোই যথেষ্ট কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।
— FCB Albiceleste (@FCBAlbiceleste) April 18, 2023
এদিকে, টানা ব্যর্থতায় শিরোপা খোয়ানোর হুমকিতে পড়েছে আল নাসর। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুই নম্বরে। অন্যদিকে তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে নম্বর ওয়ানে থাকা আল ইতিহাদ এক ম্যাচ কম খেলেছে। লিগে নাসরের সামনে আর বাকি আছে ৬ ম্যাচ। তাই সেই প্রতিযোগিতায় টিকে থাকতে রোনালদোদের সামনের পথটা একেবারেই মসৃণ নয়!
এফআই