ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন আর্লিং হল্যান্ড। এই স্ট্রাইকারকে ঘিরেই মূলত পরিকল্পনা সাজান পেপ গার্দিওয়ালা। আর তাইতো তাকে ফিট রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে ম্যানচেস্টার সিটি।

লিগে শনিবার লেস্টার সিটির বিপক্ষে খেলবে হলান্ডের দল। এই ম্যাচের আগে নরওয়ের এই ফুটবলারের ফিটনেস প্রসঙ্গে গার্দিওয়ালা বলেন, হলান্ডকে চোটমুক্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে ক্লাব।

তিনি বলেন, 'আমি জানি না ডর্টমুন্ডে সে কী করেছে, তবে আমরা ২৪ ঘণ্টা তার যত্ন নিচ্ছি। আমাদের দারুণ সব ডাক্তার ও ফিজিওথেরাপিস্ট আছে, তারা দিনের প্রতিটি সেকেন্ডে তার দেখভাল করে।'

'ফিট থাকতে হলে পুষ্টিকর খাবার, বিশ্রাম, ঘুমসহ অনেক কিছুর দরকার...আমরা জানি যে তার খেয়াল রাখতে হবে, কারণ সে বিশাল আকৃতির। ফিজিওরা তার যত্ন নেয়।'

'সে অনুশীলন কেন্দ্রে অনেক সময় ধরে কাজ করে  মাঠের চেয়েও অনেক বেশি। আধুনিক ফুটবলে খেলোয়াড়রা মাঠের চেয়ে পর্দার আড়ালেই বেশি অনুশীলন করে', তিনি আরও যোগ করেন। 

এইচজেএস