পিএসজিতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা চান এমবাপে
পিএসজিতে কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ওঠে মাঝেমধ্যে। ফরাসি তারকার অবশ্য এসব নিয়ে ভাবনা নেই। জানিয়ে দিলেন তার লক্ষ্যের কথা। নিজের জন্ম শহরের ক্লাবটির জার্সিতেই অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেতে চান তিনি।
গত গ্রীষ্মের দলবদলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতম দল রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন এমবাপে। তবে অনেক নাটকীয়তার পর শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে পিএসজিতে থেকে যান তিনি। প্যারিসে তার চুক্তির মেয়াদ আছে ২০২৪-২৫ মৌসুমের শেষ পর্যন্ত।
বিজ্ঞাপন
চারটি লিগ ওয়ান, তিনটি ফরাসি কাপসহ পিএসজির হয়ে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। জাতীয় দল ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ‘টিনএজার’ থাকতেই। একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আরও সমৃদ্ধ করবে তার ক্যারিয়ার।
২০২০ সালে সেই স্বাদ পাওয়ার খুব কাছে গিয়েছিলেন তিনি। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় পিএসজি। তবে এবার নিয়ে টানা দুই মৌসুমে তারকাসমৃদ্ধ শক্তিশালী দল নিয়েও তারা শেষ ষোলো থেকে বিদায় নেয় রিয়াল ও বায়ার্নের কাছে হেরে।
ফরাসি টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স থ্রি’ এর এক অনুষ্ঠানে বুধবার এমবাপে বলেন, চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটাই এখন তার দরকার। তিনি বলেন, '(ট্রফি) এটাই এখন আমার দরকার। আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব তা হবে। কোন দলের হয়ে? পিএসজিতে। আমি প্যারিসিয়ান এবং তাদের সঙ্গে আমার চুক্তি আছে। তাই পিএসজিতেই হবে।'
এইচজেএস