কাতার বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোচ ছাড়াই পরিচালিত হচ্ছে ব্রাজিল জাতীয় দল। তবে এখন পর্যন্ত তাদের মাঠে কেবল একবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে। আর একমাত্র ম্যাচেই তারা মরক্কোর কাছে হেরে গেছে। যদিও দলটির অভ্যন্তরীণ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন র‌্যামন মেনেজেস। তবে শিগগিরই তারা স্থায়ী কাউকে কোচ বানাতে চায়। যেখানে মূল আগ্রহের কেন্দ্রে রয়েছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ইউরোপের এই শীর্ষ কোচের নামডাকও প্রবল। সর্বশেষ ম্যাচেও তার দল চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে।

বুধবার (১৩ এপ্রিল) রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। দাপুটে খেলে দলের দুটি গোলেই তিনি অ্যাসিস্ট করেছেন। যার পুরস্কার হিসেবে ভিনি ম্যাচসেরাও হয়েছেন।

আরও পড়ুন : ‌‘ব্রাজিলের কোচ হওয়ার জোর সম্ভাবনা আনচেলত্তির’

অবশ্য ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তিকেই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ভিনিসিয়াস। তাই তো ব্রাজিলের কোচ হওয়ার প্রসঙ্গ নিয়ে আবারও তিনি আলোচনা তুলেছেন। এর আগে ভিনিসিয়াস ছাড়াও রদ্রিগো এবং ক্যাসেমিরোদের আনচেলত্তির অধীনে খেলার অভিজ্ঞতা থাকায় জাতীয় দলেও তাকে কোচ হিসেবে চাওয়ার গুজ্ঞন ওঠে। যা নিয়ে পরে প্রকাশ্যে মন্তব্য করেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। পরবর্তীতে ভিনিসিয়াসও ব্রাজিলের জন্য আনচেলত্তির মতো সেরা কেউ এলে উপকৃত হওয়ার কথা জানিয়েছিলেন।

চেলসিকে হারানোর পর এই ব্রাজিলিয়ান বলছেন, ‘আনচেলত্তি বিশ্বের সেরা কোচ। আমার কাছে এবং দলের সবার কাছেও সে সেরা। আশা করি তিনি আমাকে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল দুই দলেই অনুশীলন করাবেন।’

আরও পড়ুন : আনচেলত্তির পক্ষে বার্সার কোচ হওয়া 'অসম্ভব'

তিনি আরও বলেন, ‘আমি সারা জীবন রিয়ালেই থাকতে চাইব। এটা পৃথিবীর সেরা ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগে খেলা দারুণ ব্যাপার। দ্বিতীয় রাউন্ডে আমাদের শক্তিশালী থাকতে হবে। আমরা জানি এটা জটিল, কিন্তু আমরা শারীরিকভাবে ভালো অবস্থায় আছি। আমরা সব সময় আরও বেশি গোল করতে চাই। চেলসির বিপক্ষে কাজটা খুব কঠিন। যারা তিনজন সেন্টার–ব্যাক এবং দুজন ফুলব্যাক নিয়ে খেলে। এটা খুবই কঠিন।’

এই ব্রাজিল স্ট্রাইকারের শুরুটাও মূলত আনচেলত্তির হাত ধরেই হয়েছে। এর আগে তিনি ফিনিশিংয়ের দুর্বলতার জন্য বেশ সমালোচিত হয়েছেন। কিন্তু আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে ২১ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬টিতে। তার কৌশলে খেলেই ম্যাচের পর ম্যাচে রিয়ালকে সাফল্য এনে দিতে অবদান রেখেছেন ভিনি। ইতালির এই কোচকে নিয়ে তাই বিশেষ মুগ্ধতাও আছে তাঁর। ২২ বছর বয়সী ভিনিসিয়াস পারফরম্যান্সের মধ্য দিয়ে এরই মধ্যে নিজেকে ফুটবলের সেরা তারকাদের কাতারে নিয়ে গেছেন।

এএইচএস