কিংস অ্যারেনায় সাবিনাদের ফ্রাঞ্চাইজ লিগ!
সাবিনারা অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমার যেতে পারেনি। এই সিদ্ধান্ত দেয়ার দিন দশেকের মধ্যে নারী ফ্রাঞ্চাইজ লিগের অগ্রগতি জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ ওমেন্স সুপার লিগের সাংগঠনিক কমিটির সভা ছিল। সভা শেষে সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,‘ ১৫ মে থেকে ফ্রাঞ্চাইজ লিগ অনুষ্ঠিত হবে। চারটি দল অংশগ্রহণ করবে। একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল ম্যাচ হবে।’
বিজ্ঞাপন
টুর্নামেন্টের ফরম্যাট চূড়ান্ত হলেও ফ্রাঞ্চাইজদের নাম প্রকাশ করেনি আয়োজকরা। 'আমরা আজ নীতিগত সিদ্ধান্ত নিয়েছি চার দল নিয়ে করার। আগামী সপ্তাহে ফ্রাঞ্চাইজদের নাম ও আর্থিক বিষয় নিয়ে সভা রয়েছে। ঈদের পর খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে’ বলেন টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে স্পোর্টসের প্রধান ফাহাদ করিম।
ক্রিকেট ও হকিতে ফ্রাঞ্চাইজ লিগ হয়েছে। দুই খেলাতেই খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হয়। ফুটবলে সে রকম কিছু না হওয়ার আশ্বাস ফাহাদের, 'খেলোয়াড়দের পারিশ্রমিক স্বত্তাধিকারী প্রতিষ্ঠান কে স্পোর্টস থেকে দেয়া হবে। পারিশ্রমিক নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না।'
ফ্রাঞ্চাইজের নামের পাশাপাশি টুর্নামেন্টের ভেন্যুও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাফুফে। 'দেশের শীর্ষ ক্লাবগুলো ফ্রাঞ্চাইজে নেই তবে ক্লাব কর্তাদের প্রতিষ্ঠান রয়েছে ফ্রাঞ্চাইজ তালিকায়। ঢাকার একটি ভেন্যুতেই সকল খেলা অনুষ্ঠিত হবে। টার্ফে নয় ঘাসের মাঠেই খেলা হবে’ বলেন কিরণ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনো সংস্কারধীন। কমলাপুর স্টেডিয়ামের টার্ফের সেই দৃষ্টিকোণ থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা হওয়ার সম্ভাবনা বেশি।
এজেড/এইচজেএস