সাগর-রুনিপুত্র মেঘের ডিজাইনে শেখ জামালের জার্সি

দেশের ফুটবলে অন্যতম শীর্ষ ক্লাব শেখ জামাল ধানমন্ডি। শেখ জামালের হোম অ্যান্ড অ্যাওয়ে দুই জার্সিতে ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে অনেকটা মিল ছিল। তিনবারের লিগ শিরোপাজয়ী দল এবার তাদের জার্সিতে পরিবর্তন এনেছে। শেখ জামালের নতুন এই জার্সি ডিজাইন করেছেন প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র ছেলে মাহির সরওয়ার মেঘ।
আগামী মাসে মেঘ ‘ও লেভেল’ পরীক্ষায় বসবেন। এর আগে অল্প বয়সেই দেশের শীর্ষ ক্লাবের জার্সির নকশা এঁকেছেন। কাজটি করতে পেরে বেশ খুশি মেঘ, ‘আগে বাংলাদেশ ক্রিকেট দলের একটি জার্সি কনসেপ্ট দিয়েছিলাম। তবে পূর্ণাঙ্গ জার্সি ডিজাইন এটাই প্রথম। আমার করা ডিজাইনের জার্সি পরে দেশের একটি শীর্ষ ক্লাবের দেশি-বিদেশি খেলোয়াড়রা খেলছেন, এটা অনেক আনন্দের।’
বিজ্ঞাপন
তবে মেঘের সংশ্লিষ্টতা রয়েছে পেশাদার ক্রিকেটেও। তিনি সিরাজগঞ্জ অ-১৬ বিভাগীয় দলের ক্যাম্পেও ছিলেন। সেখান থেকে বাদ পড়লেও ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি, ‘শেখ জামাল মাঠে আমি নিয়মিত অনুশীলন করি। পরীক্ষার জন্য এখন একটু বিরতি দিয়েছি। ক্রিকেট ও ডিজাইন উভয় আমার পছন্দের।’

শেখ জামাল ক্লাবে ক্রিকেট অনুশীলন চলাকালেই ফুটবল দলের জার্সি ডিজাইন করার বিষয়টি মেঘের মাথায় আসে, ‘শেখ জামালের জার্সি ছিল অনেকটা আর্জেন্টিনা-ব্রাজিলের মতো। মনে হতো দু’দেশের জার্সির মধ্যে শুধু লোগোটা বসানো হয়েছে। পরে আমি নিজ থেকেই জার্সি করার আগ্রহ দেখাই। যার ফলে নাভিল ভাই (শেখ জামালের প্রধান সমন্বয়ক) বেশ কিছু জার্সি ডিজাইন করতে বলেন।’
মেঘ বলেন, ‘শেখ জামালের জার্সি ছিল অনেকটা আর্জেন্টিনা-ব্রাজিলের মতো। মনে হতো দু’দেশের জার্সির মধ্যে শুধু লোগোটা বসানো হয়েছে। পরে আমি নিজ থেকেই জার্সি করার আগ্রহ দেখাই। যার ফলে নাভিল ভাই (শেখ জামালের প্রধান সমন্বয়ক) বেশ কিছু জার্সি ডিজাইন করতে বলেন।’
মেঘের কাজে মুগ্ধ হয়েছেন শেখ জামাল ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ‘প্রায় এক যুগ আমরা ফুটবলে একই জার্সি পরেছিলাম। যখন জার্সি পরিবর্তনের কথা ভাবছিলাম, তখনই একদিন মেঘ এসে বলল সে জার্সি ডিজাইন করতে চায়। আমরা তার আগ্রহকে প্রাধান্য দিই এবং সে বেশ সুন্দর ডিজাইন করেছে। ম্যাচ জার্সি ছাড়াও অনুশীলন জার্সির ডিজাইনও তার করা।’
তিনি আরও বলেন, ‘তার এই কাজকে সম্মানীর নিরিখে মাপা কঠিন। বসুন্ধরা গ্রুপ তার মেধা ও আগ্রহকে সর্বোচ্চ সম্মান দেখাবে।’
মেঘ জানিয়েছেন নিজের পছন্দের জার্সির কথাও। দেশের দুটি জার্সি তার পছন্দের,
‘ক্রিকেটে বাংলাদেশের টি-টোয়েন্টি জার্সি ও ফুটবলে বসুন্ধরা কিংসের জার্সিটি আমার বেশ পছন্দের। সুযোগ পেলে বাংলাদেশের আরও অনেক ক্লাব ও দলের জার্সি ডিজাইন করতে চাই।’
এজেড/এএইচএস