ছবি: সংগৃহীত

লিওনেল মেসির কাছে এখন পর্যন্ত ক্লাব পর্যায়ে গোল হজম করেছেন ১৬০ গোলরক্ষক। সবার নাম আপনার মনে আছে? কিংবা মেসির নিজের? কারো না থাকলেও বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাডওয়াইজার ঠিকই মনে রেখেছে তাদের। মেসির রেকর্ডভাঙা ৬৪৪তম গোল উপলক্ষ্যে প্রত্যেকের কাছে হজম করা গোলের সমপরিমান বিয়ারের বোতল পাঠিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিটি বোতলের গায়ে গোলের ক্রম ও সময় লেখা ছিলো। এক বিবৃতিতে বাডওয়াইজার বলেছে, ‘৬৪৪ গোল, ৬৪৪টি বিশেষ বিয়ার, ১৬০ জন গোলরক্ষক। লিও মেসি মাঠে বিলি করেন, আমরা করি মাঠের বাইরে। প্রত্যেক গোলরক্ষকের জন্যে একটি করে বিশেষ বোতল।’

১৬০ জন গোলরক্ষকের মধ্যে সবচেয়ে বেশি গোল হজম করেছেন সাবেক আলমেরিয়া ও ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিয়েগো আলভেস। ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত দশ বছরে তার বিপক্ষে মেসির গোল ২১টি। স্বাভাবিকভাবেই তার দখলে গিয়েছে ২১ টি বোতল। 

তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ বোতল পাবেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াস। মেসির বিপক্ষে তার হজম করা গোলের সংখ্যা ১৭ টি। 
বাডওয়াইজারের বোতলগুলো ইতোমধ্যেই গোলরক্ষকদের কাছে পৌঁছুতে শুরু করেছে। কয়েকজন তো রীতিমতো ছবিও প্রকাশ করা শুরু করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে! তাদেরই একজন জুভেন্তাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। 

প্রাপ্য ৫১৪ ও ৫১৫তম বিয়ারের বোতল বুঝে নিয়ে তিনি লিখেন, ‘বাডওয়াইজারকে ধন্যবাদ বোতলগুলোর জন্যে। আমি একে অবশ্য প্রশংসা হিসেবেই দেখছি। আমাদের ভেতর কিছু অসামান্য লড়াই আছে। ৬৪৪ গোলের রেকর্ড গড়ার জন্যে অভিনন্দন লিওমেসি। এটা অবিশ্বাস্য এক অর্জন।’

লা লিগায় সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা গোলরক্ষক ইয়ান অবলাকও তার কাছে হজম করেছেন ১১টি গোল। স্লোভেনিয়ান গোলরক্ষকের তাই কিছুটা খেদও আছে মেসির ওপর। সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘সে আমার বিপক্ষে অনেক গোল করেছে, অনেক বেশি!’ তবে মেসির শ্রেষ্ঠত্ব মানতে দ্বিধা নেই তার। বলেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়, সেরা একজন ফুটবলার। কখনো সখনো সে এমন গোল করে বসে, আপনি হতবাক হবে পড়বেন এই ভেবে যে, সে এত সহজভাবে গোলগুলো করে কী করে!’ তিনিও ৪৮৮তম বিয়ারের বোতলটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। 

চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগাও আছেন এই তালিকায়। অ্যাথলেটিক বিলবাওয়ে থাকাকালে হজম করা দুই গোলের সুবাদে তার ঘরে পৌঁছে গেছে দুটো বোতল। সেগুলোর সঙ্গে ছবি প্রকাশ করেছেন তিনিও।

এনইউ