ঘুরেফিরে সেই বার্সেলোনায় ফিরবেন মেসি!
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মতো বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হইয়াও যেন হইলো না শেষ। কাতালান ক্লাবটির সঙ্গে তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন মহাতারকা পাড়ি জমিয়েছেন প্যারিসের ক্লাব পিএসজিতে। তাও বছর দুই হতে চললো। তবে এখনো মহানায়কের ফেরার আশায় পথ চেয়ে বসে আছে বার্সা সমর্থকরা। তাদের আশার বেলুনে নতুন করে হাওয়া লেগেছে পিএসজির সঙ্গে মেসির চুক্তি এখনো নবায়ন না হওয়ায়।
বার্সা ছাড়ার পর বিগত দিনগুলোতে পুরনো ঢেরায় প্রত্যাবর্তন নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। মেসি নিজেও মনের কোনে লুকায়িত ইচ্ছার কথা চেপে রাখতে পারেননি। বার্সা প্রসঙ্গ আসলেই বলতেন, আবারও ফিরতে চান পুরনো ঠিকানায়। হোক সেটি খেলোয়াড় কিংবা অন্য কোনো ভূমিকায়। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক কদিন আগেও জানিয়েছেন, তিনি ফিরছেন, যে ক্যাম্প নু তাকে রাজার আসনে বসিয়েছিল।
বিজ্ঞাপন
২০২১ সালের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। তবে তার দল ছাড়ার ব্যাপারটি ছিল পুরো অবিশ্বাস্য। পরে সে বছরের ৫ আগস্ট জানা যায়, বার্সায় থাকছেন না মেসি। এর পাঁচ দিন পর তিনি চুক্তি করেন পিএসজির সঙ্গে। অথচ বার্সেলোনা সমর্থকরা ছিলেন নাছোড়বান্দা, তারা প্রিয় ফুটবলারকে অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখতে মোটেই প্রস্তুত ছিলেন না। কিন্তু বাস্তবতার কাছে যে সব কিছুই তুচ্ছ! ক্লাবের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করার কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই নিজের ঘর ছাড়তে হয় মেসিকে।
এদিকে, নতুন খবর সম্প্রতি মেসির এজেন্ট অর্থাৎ তার বাবা জর্জে মেসির সঙ্গে কথা বলেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। তারপর থেকেই নতুন করে গুঞ্জন ঢালপালা মেলছে। মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক খুব একটা ভালো নয়। দু’বছর আগে মেসির বার্সা ছাড়ার নেপথ্যে অন্যতম কারণ ছিলেন লাপোর্তা। তার সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন মেসি।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে একটি প্রতিবেদন করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখানে মেসির সঙ্গে বার্সা সভাপতির কথোপকথনের কথা উল্লেখ করা হয়। লাপোর্তা জানিয়েছেন, ‘আমি জর্জ মেসির (মেসির বাবা) সঙ্গে কথা বলেছি। বিশ্বকাপে অনবদ্য অবদান রাখা মেসির জন্য আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই।’
— Fabrizio Romano (@FabrizioRomano) March 7, 2023
এরপরই মেসির দলবদল প্রসঙ্গে বার্সা সভাপতি বলেন, ‘মেসি বর্তমানে পিএসজিতে খেলছে। তাই সে ফিরবে কি ফিরবে না সে বিষয়ে কথা বলতে চাই না।’
অবশ্য লাপোর্তা পরিষ্কার করে দিয়েছেন যে দু’বছর আগে মেসির ক্লাব ছাড়ার নেপথ্যে তিনি ছিলেন না। লাপোর্তা বলেন, ‘মেসির ক্লাব ছাড়া আমারও ভালো লাগেনি। কিন্তু সেই সময় কিছু করার ছিল না। সবার ওপরে ক্লাব। ব্যাক্তির থেকে ক্লাবকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। আমার কিছু করার ছিল না।’
কাতালান ক্লাব সভাপতির এমন বার্তায় বার্সার দরজা যে এখনও মেসির জন্য খোলা রয়েছে সেই ইঙ্গিতই পাওয়া গেছে। এর আগে অবশ্য ক্লাব কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজও বলেছিলেন, ‘বার্সেলোনা সব সময়ই মেসির বাড়ির মতো। ওর জন্য আমাদের দরজা সব সময় খোলা রয়েছে। অন্তত যতদিন আমি কোচ থাকব, ততদিন মেসির জন্য দরজা খোলা থাকবে। এই সিদ্ধান্তটা নির্ভর করছে মেসির উপর। ক্লাবের উপর নয়।’
২০২১ সালে দু’বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। সেই চুক্তি শেষ হওয়ার পথে। ক্লাবের সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেননি লিও। ইতোমধ্যে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি তাকে প্রস্তাব দিয়েছে। তার মধ্যেই এবার উঠে এলো বার্সেলোনার নাম।
এফআই