ছবি: সংগৃহীত

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে ‘এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ-২০২৪’র বাছাই। আসরে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ইরান ও তুর্কমেনিস্তান।
 
আগামীকাল উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের খেলা নেই। টুর্নামেন্টের প্রথম দিন তুর্কমেনিস্তান মুখোমুখি হবে ইরানের। বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ মার্চ তুর্কমেনিস্তানের বিপক্ষে আর দ্বিতীয় ম্যাচ ১২ মার্চ ইরানের বিরুদ্ধে।
 
কিছু দিন আগেই শামসুন্নাহাররা সাফ অ-২০ চ্যাম্পিয়ন হয়েছেন। আগামীকাল থেকে শুরু হওয়া এশিয়ার এই টুর্নামেন্টে মূল পর্বে চোখ তাদের, 'আমরা এখন এশিয়ান পর্যায়ে খেলতে চাই। তাই এই বাছাইতে সেরা হয়ে পরের ধাপে উঠব।'
 
কোচ গোলাম রব্বানী ছোটন তাদের উপর ভরসা রাখছেন, 'আমরা এএফসি অ-১৬ পর্যায়ে দুই বার শীর্ষ পর্যায়ে খেলেছি। অ-২০ এর ক্ষেত্রেও আমরা সে রকম আশা করছি।'
 
কোচ গোলাম রব্বানি ছোটন প্রতিপক্ষ সম্পর্কে বলেন, ‘ভারত ও নেপালের শারীরিক গঠনের সাথে ইরান আর তুর্কমেনিস্তানের মিল আছে। লম্বায় তারা এগিয়ে থাকলেও আমাদের মেয়েদের যে ফিটনেস, এখানে এগিয়ে থাকবে।’
 
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা ইরান ৬৮তম স্থানে আছে। আর তুর্কমেনিস্তানের র‌্যাংকিং ১৩৭। ইরানের কোচ মারিয়াম জাহান্নেজাদি বাংলাদেশ সম্পর্কে বলেন, ‘বাংলাদেশ দল সম্পর্কে তেমন কিছু জানা নেই। নেপালের বিপক্ষে (সাফ-অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ) যে ম্যাচ খেলেছিল, সেটির ভিডিও ফুটেজ দেখেছি।’
 
তুর্কমেনিস্তানের কোচ ও অধিনায়ক দুই জনই এই টুর্নামেন্টের ফেভারিট হিসেবে ইরানকে এগিয়ে রাখছেন। টুর্নামেন্টের সব খেলা বাংলাদেশ টেলিভিশন এবং বাফুফের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ম্যাচের টিকিট মূল্য ৫০ টাকা। বাফুফে ভবন ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
 
এজেড/এইচজেএস