ছবি: সংগৃহীত

লিগের মাঝপথে এসে কোচ বদল করল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। হেড কোচ শফিকুল ইসলাম মানিকের স্থলাভিষিক্ত হবেন সহকারী আলফাজ আহমেদ এমনটা অনুমেয় ছিল। ক্লাবের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর সিঙ্গাপুর থেকে ফিরে আজ সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

গত মৌসুমের মাঝপথে মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শেন লী চলে যান। তখন অন্তর্বতীকালীন কোচ হিসেবে শফিকুল ইসলাম মানিককে দায়িত্ব দেয়া হয়। পরবর্তী মৌসুমের জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। গত বারের তুলনায় এবার মোহামেডান ভালো দল গড়েছে।

অপেক্ষাকৃত ভালো দল গড়েও মাঠের ফলাফল ভালো না হওয়ায় মানিককে বিদায় করার সুর আগেই উঠেছিল। সাবেক ফুটবলারদের সমন্বয়ে গঠিত ট্যাকনিক্যাল কমিটি এমন মনোভাব পোষণ করেছিল। আজ ফুটবল কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলোচনাতেও একই মনোভাব থাকায় মানিকের মোহামেডান অধ্যায় সমাপ্ত হয়েছে। ১০ মার্চ থেকে আলফাজ অনুশীলন করাবেন। 

কোচ হিসেবে মানিকের ইতি রেখা টানলেও মোহামেডানের পাশেই তাকে রাখার আশা ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবের, 'মানিক ভাই মোহামেডানের স্থায়ী সদস্য। ক্লাবের সঙ্গে তাকে নানাভাবে সংযুক্ত করা হবে। তিনি মোহামেডানের অবিচ্ছেদ্য অংশ।' আজকের সভায় মানিককে আমন্ত্রণ জানানো হলেও ব্যক্তিগত কাজের ব্যস্ততায় অনুপস্থিত ছিলেন। 

আজকের সভায় মধ্যবর্তী দলবদলে একজন ভালো মানের বিদেশি খেলোয়াড় বদলেরও সিদ্ধান্ত হয়েছে। বিদেশি খেলোয়াড়ের বিষয়ে দলের ম্যানেজার নকীবকে দায়িত্ব দেয়া হয়েছে।

এজেড/এইচজেএস