মেসি, তুমি সর্বশ্রেষ্ঠ: এমবাপ্পে
মাস দুয়েক আগেই বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ করেছিলেন লিওনেল মেসি। এবার তার মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। ৭ম বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। মেসির এমন প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন তারই পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।
ট্রফি হাতে নিজের ছবি আপলোড করে ইনস্টাগ্রামে এমবাপ্পে লিখেছেন, ‘ঘরে আরো একটি ট্রফি এসেছে। অনেক অভিনন্দন লিও মেসি, তুমি সর্বশ্রেষ্ঠ।’
বিজ্ঞাপন
বিশ্বের সব দেশের জাতীয় ফুটবল দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক আর ভক্তদের ভোটের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে ফিফার বর্ষসেরার ফুটবলার। ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে দেওয়া হয়েছে এই পুরস্কার। এই সময়ে ৪৫ গোলের পাশাপাশি ৩৪টি এসিস্ট করেছেন মেসি।
এদিকে এই পুরস্কার জেতার পর মেসি বলেন, 'অকল্পনীয়। দুর্দান্ত একটি বছর কাটিয়েছি এবং এখানে থাকতে পারা এবং এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে পারতাম না আমি। দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি দেখেছি, সেটা অবশেষে পূরণ করতে পেরেছি। খুব কম মানুষই এটা পূরণ করতে পারে এবং স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।'