ফ্রান্সের প্যারিসে ফিফার বর্ষসেরা খেলোয়াড় ও কলাকুশলীদের পুরস্কৃত করার অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে এ বছর চিরবিদায় নেওয়া কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলার পেলেকে স্মরণ করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হয়।

এসময় পেলের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের চুম্বকাংশ জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। পরবর্তীতে এক ব্রাজিলিয়ান শিল্পী তাকে উৎসর্গ করে একটি সঙ্গীত পরিবেশন করেন।

অতিথিদের সারিতে এসময় উপস্থিত ছিলেন পেলের স্ত্রী মার্সিয়া আওকি। অনুষ্ঠানে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পেলেকে উৎসর্গ করা গান পরিবেশনের সময় অনেককে আবেগাপ্লুত হতেও দেখা গেছে।

দীর্ঘদিন কিডনি ও প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত পেলে গত বছরের ২৯ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বোচ্চ তিনবারের বিশ্বকাপজয়ী এ তারকা ফুটবলারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। পরবর্তীতে নিজের জন্মভূমি সাওপাওলে শহরে তাকে সমাধিস্থ করা হয়।

এএইচএস/এফকে