ম্যাচ চলাকালেই কৃষি কাজ করছেন লেভানডভস্কি!
২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগ থেকে বার্সেলোনাকে বিদায় করে দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটিতে প্রথমে বার্সা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এরিক টেন হগের দলই জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের মাত্র ১৮তম মিনিটেই এগিয়ে যায় কাতালান ক্লাবটি। সফল স্পট-কিক থেকে লেভানডভস্কি লিড এনে দেন। এরপর তাকে অভিনন্দন জানিয়ে টুইট করে বার্সা। গ্রাফিক্সে বানানো সেই ছবিতে দেখা যায়, লেভা মাঠে বসে কৃষিকাজ করছেন। যদিও ম্যান ইউকে ইঙ্গিত দেওয়া এই পোস্টের পর হার নিয়েই মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের দল।
বিতর্কিত ওই পোস্টে দেখা যায়, বার্সার গোলস্কোরার এই পোলিশ তারকা কৃষিকাজের জার্সি পরে গাছ থেকে ফল ছিড়ছেন। তবে ঠিক ফল নয়, গাছ থেকে ছোট আকারের ফুটবল নিয়ে নিজের বক্সে জমা করছিলেন তিনি।
বিজ্ঞাপন
বার্সার পেইজে দেওয়া ছবিটি বেশ কৌতুকপূর্ণ হলেও তা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এর মাধ্যমে কী বার্সা ইউরোপা লিগকে ‘ফার্মারস লিগ’ হিসেবে ইঙ্গিতপূর্ণ নামকরণ করেছে, নাকি ম্যান ইউ’কে ‘ফার্মারস লিগে’র দল হিসেবে সাব্যস্ত করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি!
— FC Barcelona (@FCBarcelona) February 23, 2023
শুক্রবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে বার্সাকে ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ছন্দহীন থাকলেও দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতেই সমতায় ফেরে স্বাগতিকরা। ডি বক্সের মাথায় ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন ফ্রেড। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি টের স্টেগান। ৭৩তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। গোল করেন অ্যান্টনি। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয় নিয়ে আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে রেড ডেভিলরা।
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপা লিগ থেকেও ছিটকে গেছে কাতালানরা। আগামী রোববার আলমেরিয়ার বিপক্ষে লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। ওই ম্যাচে জিতে জাভির শিষ্যরা লা লিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে চাইবে। তবে শঙ্কা আছে- শনিবার অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জয় পেলে তারা দখলে নেবে নম্বর ওয়ান পজিশন।
এএইচএস