স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্ম তেমন আশানুরূপ ছিল না। কার্লো অ্যানচেলত্তির দল স্প্যানিশ সুপার কাপের শিরোপা খুইয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। লা লিগার পয়েন্ট টেবিলেও তাদের সঙ্গে বার্সার বেশ দূরত্ব রয়েছে। একের পর এক হোঁচটের পর ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আনচেলত্তির দল। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাই আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের ফাইনাল রিয়াল মাদ্রিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে রাত ১টায় মাঠে নামবে স্পেনের সফলতম ক্লাবটি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে এই শিরোপা রিয়ালের ছন্দ ফেরাতে কতটা গুরুত্বপূর্ণ, সেটিই তুলে ধরলেন অ্যানচেলত্তি।

রিয়াল কোচ জানান, ‘এটি মৌসুমের গুরুত্বপূর্ণ সময়। একটা মৌসুম (সব প্রতিযোগিতা) ফেব্রুয়ারি…মার্চে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায়। বরাবরের মতো আমরা এখন সেই জায়গায় আছি। ক্লাব বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ। আমরা গুরুত্বপূর্ণ একটি শিরোপা জয়ের খুব কাছাকাছি আছি এবং এখানে থাকতে পারা মানে এই দলটি সফল।’

জয়ের তাড়না থাকলেও ফাইনাল ম্যাচের আগে শীষ্যদের নির্ভার থাকতেই বললেন অ্যানচেলত্তি, ‘আমি আমার খেলোয়াড়দের ফাইনালে নিজেদের উপভোগ করতে বলব, কারণ তারা খেলাটা উপভোগ করলেই আমরা সফল হবো।’

এছাড়াও রিয়াল শিবিরের জন্য আশার বাণী শুনিয়েছেন এই ইতালিয়ান কোচ। অ্যানচেলত্তি নিশ্চিত করেছেন, ফাইনাল ম্যাচে দলের সঙ্গে যোগ দেবে ফরোয়ার্ড করিম বেনজেমা ও ডিফেন্ডার এডার মিলিতাও। চোটের কারণে সেমিফাইনালে এই দুজনকে পায়নি রিয়াল। তবে তাদেরকে ছাড়াই বড় ব্যবধানে সেমিতে উত্তীর্ণ হয়েছিল ভিনিসিয়াস জুনিয়ররা। ফলে চোট থেকে তাদের আগমন শিরোপার ক্ষুধায় রিয়ালকে বাড়তি রসদ যোগাবে।

কাতার বিশ্বকাপের আগে লা লিগায় বার্সেলোনার সঙ্গে সমানে সমান লড়ছিল রিয়াল। কিন্তু বিশ্বকাপ বিরতির পর খেই হারিয়ে ফেলেন তারা। একইসঙ্গে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কাতালান ক্লাব বার্সার বিপক্ষে হারায় বেনজেমারা মানসিকভাবেও বেশ ভঙ্গুর হয়ে পড়েন। তাই ক্লাব বিশ্বকাপের পঞ্চম শিরোপা জয়ের মাধ্যমে তারা পুরনো ছন্দ ফিরে পেতে চাইবেন।

এএইচএস