সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শুধু চ্যাম্পিয়ন ট্রফিই নয়, বাংলাদেশের ফুটবলাররা ব্যক্তিগত অর্জনেও এগিয়ে অন্য দেশের খেলোয়াড়দের চেয়ে। 
 
বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। শুধু সর্বোচ্চ গোলদাতাই নয়, বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অসামান্য অবদান রাখায় শামসুন্নাহারই টুর্নামেন্ট সেরা হয়েছেন।

গোলদাতা, সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা গোলরক্ষকও বাংলাদেশের। রুপনা চাকমা হয়েছেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। চার ম্যাচে বাংলাদেশের জালে মাত্র একবারই বল প্রবেশ করেছে।

ব্যক্তিগত সকল ট্রফি বাংলাদেশের ফুটবলাররাই পেয়েছেন। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি গিয়েছে পাহাড়ি দেশ ভুটানে।

এক নজরে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন বাংলাদেশ

টুর্নামেন্ট সেরা- শামসুন্নাহার

সর্বোচ্চ গোলদাতা- শামসুন্নাহার ( ৫ গোল)

সেরা গোলরক্ষক- রুপনা চাকমা

ফেয়ার প্লে ট্রফি- ভুটান

এজেড/এনইআর