বাংলাদেশ পুরুষ ফুটবল দল ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেলেও নারীদের সেভাবে খেলা হয় না। সাবিনারা দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার পর বাফুফের লক্ষ্য ছিল প্রীতি ম্যাচ খেলা। এরই প্রেক্ষিতে দুই দিন আগে বাফুফে বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফরের ঘোষণা দিয়েছিল। 

সেখানে একটি ফিফা প্রীতি ম্যাচ ও আরেকটি অনুশীলন ম্যাচ খেলার কথা ছিল। তবে সফর চুড়ান্ত করার ৪৮ ঘন্টা পরই আবার ম্যাচ বাতিলের ঘোষণা আসল। 

১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে সাবিনাদের ফিফা টায়ার-১ ম্যাচ খেলার কথা ছিল। অনিবার্য কারণবশত ফুটবল অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুর উক্ত ম্যাচটি খেলার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এই প্রসঙ্গে বলেন, 'তারা সুনির্দিষ্ট কোনো কারণ বলেনি। শুধু খেলতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেছে।’ 

সিঙ্গাপুর দুঃখপ্রকাশ করলেও বাংলাদেশের ক্ষতি হয়েছে। ফেব্রুয়ারির উইন্ডোতে বাংলাদেশের আর খেলা হচ্ছে না। তবে সিঙ্গাপুরকে উল্টো আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। ‘তারা খেলা আয়োজন করতে পারছে না ৷ আমাদের এখানে এসে খেলতে বলেছিলাম সেটাও আসবে না। আমরা ১৬ মার্চ বাংলাদেশে এসে খেলার জন্য ইতোমধ্যে চিঠি দিয়েছি’-বলেন কিরণ। 

এদিকে, কম্বোডিয়ার সঙ্গে পরের উইন্ডোতে খেলার সম্ভাবনা আছে সাবিনাদের। ইতোমধ্যে কম্বোডিয়াকে বাংলাদেশে এসে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান মহিলা উইংয়ের চেয়ারম্যান। 

এজেড/এফআই