সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন শুরুর আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। রেকর্ড মূল্যে ক্লাবটিতে নাম লেখালেও এখনো নামের প্রতি সুবিচার করতে পারেননি পর্তুগিজ তারকা। অভিষেক গোল পেতে অপেক্ষা করতে হয়েছে তৃতীয় ম্যাচ পর্যন্ত। যদিও গোলখরা কাটনোর ম্যাচেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন। এমনকী বেশ কয়েকটি সুযোগ মিস করায় তার দিকেই আঙুল তুলেছিলেন কোচ রুডি গার্সিয়া। 

রোনালদোকে দলে ভেড়ানোর পর প্রথম শিরোপাটাও হাতছাড়া হয়ে গেছে প্রভাবশালী ক্লাব আল নাসেরের। সৌদি সুপার কাপের সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। দলকে জেতাতে না পারা কিংবা বিবর্ণ রোনালদোতে ক্লাবটির সমর্থকদের আশার বেলুনও চুপসে গেছে বলা চলে। 

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে কঠিন সময় পার করা রোনালদোকে নিয়ে চাঞ্চল্যকরর এক মন্তব্য করেছেন আল নাসেরের ব্রাজিলিয়ান সতীর্থ ফুটবলার লুইজ গুস্তাভো। তিনি দাবি করেছেন, রোনালদোর উপস্থিতি তাদের ‘জীবন’আরও কঠিন করে তুলেছে। 

টিভি চ্যানেল আরটি অ্যারাবিককে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘রোনালদোর কারণে প্রতিপক্ষ দলগুলো আরও উজ্জীবিত হয়ে খেলতে নামছে। তারা আমাদের বিপক্ষে খেলতে নামার আগে সেরা প্রস্তুতি নিয়ে রাখছে। মাঠে ২০০% উজাড় করে দিচ্ছে। এটা আমাদের ম্যাচগুলো আরও কঠিন করে তুলছে।’

তবে বিশ্বসেরা ফুটবলারের প্রশংসা করতেও ভুললেন না গুস্তাভো। বলেন, ‘তার জন্মই যেন হয়েছে চ্যালেঞ্জ নেওয়ার জন্য। সব সময় সাফল্যও পেয়ে এসেছে। সে দলের জন্য কী করতে যাচ্ছে, সবাই তা দেখার অপেক্ষায় থাকে। ওর প্রথম গোল আমার ওপর থেকে চাপ কমিয়েছে। কৌশলগত দিক হোক কিংবা শারীরিক—আমরা প্রতিদিন ওর কাছ থেকে কিছু না কিছু শিখি।’

এফআই