নেইমার আছেন, নেইমার নেই!
সম্মেলনের শুরুতেই থিয়েগো সিলভাকে প্রশ্ন নেইমারকে নিয়ে। ব্রাজিলের অধিনায়ক তাই মজা করে বলে বসলেন, ‘আমি নেইমার নয়’। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া হলেও আলোচনা বেশি হয়েছে নেইমারকে নিয়েই।
কোচ তিতে সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছেন, ‘নেইমার আজ বিকেলে অনুশীলন করবে। ফিট থাকলে আগামীকাল খেলবে।’ কোচের মুখে এই কথা শোনার পর সাংবাদিকদের টু দ্য পয়েন্ট প্রশ্ন কাল নেইমার খেলছে তাহলে? উত্তরে তিতের ব্যক্তিত্বের প্রকাশ, ‘আমি যদি বলি খেলে বা খেলবে না সেটা ভুল হবে। আমার এই মন্তব্য করার জায়গায় নেই এখন। আমার ক্যারিয়ারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত। এটা ভাঙতে পারব না।’
বিজ্ঞাপন
তিতের এমন মন্তব্যের পর আর তেমন কিছু বলার থাকে না। এরপর একটু ঘুরিয়ে প্রশ্ন হল। নক আউট ম্যাচে ১২০ মিনিটের হিসেব। আবার টাইব্রেকারও আছে। নেইমার পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে দক্ষ। নেইমারকে কি শুরু থেকে দেখা যাবে না শেষ পর্যায়ে? এক্ষেত্রে তিতের জবাব, ‘অবশ্যই ব্যক্তিগতভাবে আমি তাকে প্রথম থেকেই চাই। আমার চাওয়াটাই শেষ নয়। এখানে মেডিকেল বিভাগ রয়েছে। তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।’
ব্রাজিলের শিবিরের ইনজুরির থাবা। এ নিয়ে নানা ধরনের রিপোর্ট হচ্ছে। ভুল ও অনুমান রিপোর্টের জন্য তিতে খানিকটা বিরক্ত, ‘আমাদের ওপর আস্থা রাখুন। সত্য জিনিসটা আমরা জানাব। ভুল তথ্য দেয়া ঠিক না।’
এজেড/এনইআর