কিছু কথা গোপন রাখতে চান সালাম মুর্শেদী
শনিবার (৬ মার্চ) রাত থেকে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় আবদুস সালাম মুর্শেদীর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক পদে হার। তিনি প্রার্থী হলেও ভোটই দিতে যাননি। আজ রোববার বাফুফে ভবনে এসেছিলেন লিগ কমিটির সভাপতিত্ব করতে।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীকে মোহামেডান ইস্যুতে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। প্রথমেই নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মোহামেডান ক্লাব দেশের একটি ঐতিহ্যবাহী ক্লাব। নতুন পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তারা মোহামেডানের গৌরব ফিরিয়ে আনতে কাজ করবেন এই আশা রইল।’
সালাম মুর্শেদী ব্যবসায়ী সংস্থার নির্বাচন, জাতীয় সংসদ ও ফুটবল ফেডারেশন সকল নির্বাচনেই জয়লাভ করেছেন। তার নিজ ক্লাব মোহামেডানে ২০ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মধ্যেও নেই। বিষয়টি পুরো ক্রীড়াঙ্গনের সবার দৃষ্টি কেড়েছে। নিজের তেতো হারের স্বাদের কারণ সম্পর্কে মজার ছলে হাসি মুখেই বলেন, ‘সব কথা সব সময় বলা যায় না। কিছু কথা গোপন থাকাই ভালো।’
বিজ্ঞাপন
নির্বাচনে হারলেও কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই সালামের মধ্যে। লিগ কমিটির সভায় উপস্থিত ছিলেন মোহামেডানের প্রতিনিধি ও নব নির্বাচিত পরিচালক মঞ্জুরুল আলম। তাকে বিশেষভাবে শুভেচ্ছা জ্ঞাপন করেন সালাম। অন্যদিনগুলোর মতোই স্বাভাবিক ও নির্ভারই ছিলেন সাবেক এই ফুটবলার।
সালাম মুর্শেদী মোহামেডানের ফুটবলার ছিলেন, কর্মকর্তাও ছিলেন। পরবর্তী জীবনে ব্যবসায়ী হয়েছেন, এখন রাজনীতিবিদ। দেশের বিশিষ্ট এক ব্যক্তিত্ব সালাম মুর্শেদী। মোহামেডানের পরিচালনা পর্ষদে না থাকলেও সহযোগিতা করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ঢাকায় আজাদ স্পোর্টিং থেকে খেলা শুরু করলেও পরিচিতি ও খ্যাতি মোহামেডান থেকেই পেয়েছি। সালামের মোহামেডান বা মোহামেডানের সালাম জড়িত। ব্যবসা, রাজনীতি, ফুটবল ফেডারেশন সহ অনেক কিছুতে আমি জড়িত। সেই অর্থে সব জায়গায় সময় দেয়া যায় না। এরপরও আমার পক্ষ থেকে যতটুকু করা যায় ক্লাবের জন্য করব।’
এজেড/এটি/টিআইএস