বিশ্বকাপের ভেন্যু
আল-থুমামা স্টেডিয়াম
মরুর দেশ কাতার বিশ্বকাপ ফুটবলে এবার খেলা হচ্ছে ৮টি ভেন্যুতে। সেই ভেন্যু পরিচিতি নিয়ে ঢাকা পোস্টের আয়োজনে এবার থাকছে আল-থুমামা স্টেডিয়াম নিয়ে প্রতিবেদন।
আল-থুমামা স্টেডিয়াম
দূরত্ব: দোহার ১০ কিলোমিটার দক্ষিণে
ম্যাচ সংখ্যা: ৮ (গ্রুপ পর্ব ৬ ও দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল ১)
আসনসংখ্যা: ৪০ হাজার
বিজ্ঞাপন
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবচেয়ে কাছের স্টেডিয়াম। বিমানবন্দর থেকে ১৫ মিনিটেই পৌঁছানো যায় এই স্টেডিয়ামে। দোহার দক্ষিণে অবস্থিত এই স্টেডিয়ামটি। মধ্যপ্রাচ্যে পুরুষরা ঐতিহ্যগতভাবে মাথায় যে টুপি পড়ে থাকে তার আদলেই এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে।
বর্তমান সময়ে ইরান ও যুক্তরাষ্টের সম্পর্ক বেশ উত্তপ্ত রাজনৈতিক কারণে। বিশ্বকাপ ফুটবলে দুই দেশ একই গ্রুপে পড়েছে। রাজনৈতিক সংকট থাকায় দুই দলের বিশ্বকাপ লড়াইটি এখন বেশ মর্যাদার হয়ে দাড়িয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের ভেন্যু আল থুমামা স্টেডিয়াম।
আল-থুমামা স্টেডিয়ামে কাতার বিশ্বকাপ ফুটবলের ৬টি গ্রুপ পর্বের ম্যাচ ও একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।