ব্রাজিল সবসময়ই বিশ্বকাপের ফেভারিট
বিশ্বকাপের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সবশেষ শিরোপাটা সেলেসাওরা জিতেছিল ২০০২ সালে। এরপর থেকে প্রতিবার ‘হেক্সা মিশন’ নিয়ে বিশ্বকাপে নামলেও শিরোপাটা কেবল বঞ্চনাই উপহার দিয়েছে সাম্বার দেশকে। সেই ব্রাজিল এবারও বিশ্বকাপে পা রাখছে অন্যতম সেরা দল হিসেবেই।
বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া এবারই প্রথম বিশ্বকাপে যাচ্ছেন। গেল বছরের অক্টোবরে অভিষেকের পর থেকে সেলেসাওদের জার্সিতে যা পারফর্ম করেছেন, তাতে কোচ তিতেকে সন্তুষ্ট করতে পেরেছেন তিনি। সেই রাফিনিয়া জানালেন, এবারও ফেভারিট হয়েই বিশ্বকাপে যাচ্ছে কাতারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন>> মেসির চোখে বিশ্বকাপের দাবিদার ব্রাজিল
রাফিনিয়া বর্তমানে খেলছেন বার্সেলোনায়। কাতার বিশ্বকাপের জন্য ক্লাব ছাড়ার আগে ক্লাবটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য আমি তৈরি। নিজের সেরাটা ঢেলে দেওয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছি আমি, কঠোর পরিশ্রমও করছি।’
বিশ্বকাপের আগে দলের মনোভাবটা একটা চ্যাম্পিয়ন দলের মতোই, অভিমত রাফিনিয়ার। তিনি বলেন, ‘জাতীয় দলের পরিবেশটা একটা চ্যাম্পিয়ন দলের যেমন থাকে, তেমনই। উচ্চাভিলাষী, শিরোপা জিততে মরিয়া। দলে দারুণ একটা পরিবেশ বিরাজ করছে।’
আরও পড়ুন>> আমরাও আর্জেন্টিনাকে ফেভারিট ভাবলে ভুল হবে : মেসি
বিশ বছর আগে এই এশিয়ার মাটিতেই সবশেষ বিশ্বকাপটা জিতেছিল ব্রাজিল। এরপর থেকে হেক্সা মিশন নিয়ে বিশ্বকাপে গেলেও জিততে পারেনি আর। এবারও সেই একই মিশন নিয়ে কাতারে যাচ্ছেন রাফিনিয়ারা।
তবে একে কোনো প্রকারের চাপ হিসেবে দেখতে নারাজ তিনি। বললেন, ‘আমি একে চাপ হিসেবে দেখছি না। ব্রাজিলের মতো দল সবসময়ই শিরোপার দাবিদার হয়ে থাকে, সেটা বিশ্বকাপ হোক, বা অন্য কোনো ট্রফি হোক। ভক্তদের চাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমরা খুবই ভালো মানের একটা দল, যেখানে অনেক বড় নাম আছে। এটা স্বাভাবিক যে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমরাও করছি।’
আরও পড়ুন>> বিশ্বকাপের ঠিক আগে বিশাল ধাক্কা খেল ব্রাজিল
২০০২ সালের সেই বিশ্বকাপের সময় রাফিনিয়ার বয়স ছিল মোটে পাঁচ বছর। সেই বিশ্বকাপের স্মৃতি মনে আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০০২ বিশ্বকাপ থেকে খুব বেশি কিছু আমার মনে নেই, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম। তবে এটা একটা অবিশ্বাস্য অনুভূতি ছিল, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই মুহূর্তটা আবারও ফিরিয়ে আনার এটাই ভালো সময়।’
গেল মৌসুমে রাফিনিয়া খেলেছেন লিডস ইউনাইটেডে। সেই দলের প্রিমিয়ার লিগে থাকা নিয়েই জেগেছিল শঙ্কা। তবে শেষমেশ যখন প্রিমিয়ার লিগ থেকে অবনমন এড়াল দলটি, তখন অদ্ভুতভাবে উদযাপন করেছিলেন তিনি। হাঁটু গেড়ে পুরো স্টেডিয়ামে প্রদক্ষিণ করেছিলেন রাফিনিয়া।
আরও পড়ুন>> ব্রাজিলে পরিচ্ছন্নতাকর্মীর ছেলে ভাঙল ১০৬ বছরের রেকর্ড
ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারলে আবারও এমন করবেন কি না, সেটাও জানালেন তিনি। বললেন, ‘আমি কথা দিচ্ছি, ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারলে আমি আবারও একই কাজ করব, যেমনটা আমি করেছিলাম লিডসে। তাদের প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করার পর হাঁটু গেড়ে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেছিলাম।’
ব্রাজিল তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে আগামী ২৫ নভেম্বর রাত ১টায়। ‘জি’ গ্রুপে দলটি খেলবে সার্বিয়ার বিপক্ষে। এরপর সুইজারল্যান্ড আর ক্যামেরুনের বিপক্ষে খেলতে হবে নেইমারদের।
এনইউ