রিপোর্টারদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। প্রতি বছরের মতো এই বছরও সংগঠনটি আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে। এবার ৫১ টি মিডিয়া হাউজ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 

গত আসরের কোয়ার্টার ফাইনালিস্ট ঢাকা পোস্ট এবার শীর্ষ আট বাছাইয়ে ছিল। গত আসরের আট সেরা দলকে আট গ্রুপের শীর্ষ রেখে হয়েছে আজকের গ্রুপিং। ঢাকা পোস্ট ‘ই’ গ্রুপের শীর্ষ দল।

এই গ্রুপের অন্য দলগুলো হলো ভোরের ডাক, এশিয়ান টিভি, এখন টিভি, নিউ এইজ, বিটিভি।  টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী ঢাকা পোস্ট ভোরের ডাকের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে। এশিয়ান টিভি-এখন টিভি এবং নিউ এইজ- বিটিভি ম্যাচ দ্বয়ের জয়ী দলের জয়ী দল খেলবে ঢাকা পোস্ট ও ভোরের ডাকের সঙ্গে। 

৫১ দল আট গ্রুপে খেলবে। পাচটি গ্রুপে ছয়টি দল ও তিনটি গ্রুপে সাতটি দল খেলবে। গ্রুপ পর্বও নকআউট ভিত্তিতে হবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে খেলবে। শহীদ ক্যাপ্টেন (অব) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। 

আজ টুর্নামেন্ট উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন স্পন্সর নগদের যোগাযোগ বিভাগের প্রধান সজল জাহিদ, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব ও ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা। 

এজেড/এনইউ