মেসির রেকর্ডে খরা কাটল বার্সার
অবশেষে ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের ৬৪৪তম গোলটা পাওয়ার আগেও ছিলেন চেনা ছন্দে। তার সুফলটাও পেলো বার্সা। রিয়াল ভায়াদোলিদকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রতিপক্ষের মাঠে প্রায় তিন মাসের জয়খরা কাটিয়েছে কাতালান দলটি।
কোচ রোনাল্ড কোম্যান তার নিয়মিত ৪-২-৩-১ ছক থেকে বেরিয়ে এসে এদিন দল সাজিয়েছিলেন ৩-৪-৩ ছকে। তাতে দল থেকে বাদ পড়তে হয়েছে অভিজ্ঞ সার্জিও বুসকেটস, অ্যান্টোয়ান গ্রিজমান ও ফেলিপে কৌতিনিয়োকে। তিন জনের রক্ষণভাগে তরুণ রোনাল্ড আরাউহো ও অস্কার মিংগেসাদের সঙ্গে ছিলেন তুলনামূলক অভিজ্ঞ ক্লেমেন্ত লংলে। মাঝমাঠে মিরালেম পিয়ানিচ আর ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ‘ডাবল পিভোট’-এর দুই পাশে ছিলেন দুই উইংব্যাক জর্দি আলবা ও সার্জিনিও ডেস্ট। আক্রমণে মেসির অপর দুই সঙ্গী ছিলেন মার্টিন ব্রাথওয়েট ও পেদ্রি গঞ্জালেস।
বিজ্ঞাপন
মৌসুম শুরুর ছন্দহীনতাটাকে যে পেছনে ফেলছেন, ব্যাপারটা দিনদুয়েক আগে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন মেসি। তার প্রমাণ ছিলো ভায়াদোলিদ ম্যাচের শুরু থেকেই। ২০ মিনিটে বাঁ পায়ের জোরাল শট ঠেকিয়ে ভায়াদোলিদকে সে যাত্রায় বিপদমুক্ত রাখেন জর্দি ম্যাসিপ। তবে তার স্থায়িত্ব ছিলো মিনিট খানেকের মতো। সেই কর্নারে রক্ষণটা ঠিকঠাক হলেও ফিরতি সুযোগে মেসির ক্রস খুঁজে পায় ক্লেমেন্ত লংলেকে। তার হেডেই ২১ মিনিটে এগিয়ে যায় কাতালানরা।
মেসির ছোঁয়া ছিলো দ্বিতীয় গোলেও। কোম্যানের কৌশলেরও বৈকি! রক্ষণাত্মক দায়িত্ব কমে যাওয়ায় দুই উইংয়েই ছিলো আলবা ও ডেস্টের সরব উপস্থিতি। সে জন্যেই কিনা, ৩৪ মিনিটে মেসির পাস খুঁজে পায় ডান প্রান্ত ধরে উঠে আসা ডেস্টকে, তার নিচু ক্রস থেকেই বার্সার ব্যবধান বাড়ান ব্রাথওয়েট।
চলতি মৌসুমে বার্সার অধারাবাহিকতার প্রধান কারণ, দুই অর্ধে একই তীব্রতা ধরে রাখার ব্যর্থতা। ভায়াদোলিদের বিপক্ষে সেটাও জয় করেছে কাতালানরা। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রেখেছে দলটি। মেসির রেকর্ডভাঙা গোলটাও এলো তারই সূত্র ধরে। মাঝমাঠ থেকে গোলের বিল্ড-আপের শুরুটা হয়েছিলো তার থেকে। মাঝে ফ্রেঙ্কি হয়ে পেদ্রির দারুণ এক ব্যাকহিলের পর বক্সে গোলরক্ষককে প্রায় একা পেয়ে যান মেসি। এরপর বাঁ পায়ের জোরাল শট, আর গোল। আগের ম্যাচে পেলেকে ছোঁয়ার পর এদিন তাকে পেছনেই ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক। ৬৪৪ গোল নিয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখন তার দখলে।
ব্যবধান বাড়তেও পারতো। যোগ করা সময়ে এক বাঁ পাশের পোস্টেই একটা করে শট প্রতিহত হয়েছে মেসি আর বদলি হিসেবে মাঠে আসা কৌতিনিয়োর। তাতে অবশ্য জয় পাওয়া থেকে বঞ্চিত হয়নি কোচ কোম্যানের শিষ্যরা। ৩-০ গোলের এই জয়ে প্রতিপক্ষের মাঠে চলতি মৌসুমের মোটে দ্বিতীয় জয়টা পেলো কাতালানরা।
এরপরও অবশ্য এক ম্যাচ বেশি খেলে লিগের শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধানটা ৮ পয়েন্টই আছে বার্সার। পঞ্চম স্থানে থাকা মেসিদের সঙ্গে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের ব্যবধান ৫ পয়েন্টের। বড় দিনের ছুটি কাটিয়ে ‘ব্লাউগ্রানা’ রা মাঠে ফিরবে আগামী বুধবার। নিজেদের মাঠে দলটি আতিথ্য দেবে এসডি এইবারকে।
এনইউ