কাওরান বাজার চ্যাম্পিয়ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টে কাওরান বাজার প্রগতি সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের ফাইনালে ওয়ারী ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে কাওরান বাজার প্রগতি সংঘ। ম্যাচের সপ্তম মিনিটে শাহিবুলের গোলে লিড নেয় কাওরান বাজার। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে আরিফ লিড দ্বিগুণ করেন। ওনেকবার চেষ্টা করেও ম্যাচে ফিরতে ব্যর্থ হয়েছে ওয়ারী। অতিরিক্ত সময়ে শাহিবুল নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করলে ওয়ারীর পরাজয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন কাওরান বাজার প্রগতি সংঘের হাতে ট্রফি তুলে দেন বাফুফের কর্মকর্তারা। কাওরান বাজার প্রগতি সংঘ চ্যাম্পিয়নশিপ লিগের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লেখাল। এদিকে, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে চলছে অ-১৮ ফুটবল প্রতিযোগিতা। সেটা অবশ্য লিগ ভিত্তিতে হচ্ছে।
এজেড/এনইআর