পুরো দেশ সাবিনাদের সাফল্যে উচ্ছ্বসিত। দেশের বাইরেও অনেকে চোখ রেখেছেন সাবিনাদের ম্যাচে। জাতীয় পুরুষ ফুটবল দল সেই দিক থেকে খানিকটা দুর্ভাগা। কম্বোডিয়ার বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ থাকায় সাবিনাদের খেলাটি দেখতে পারেননি জামালরা।

ম্যাচের পরপরই সাবিনাদের ফলাফল জেনে আনন্দিত হয়েছেন জামালরা। কম্বোডিয়া থেকে পাঠানো এক ভিডিও বার্তায় জামাল বলেন, ‘আমরা সবাই গর্বিত, এটা অনেক বিশাল অর্জন। আমরা খেলা দেখতে পারিনি, ম্যাচ ছিল।’

জামালদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও অভিনন্দন জানিয়েছেন সাবিনাদের, ‘আজকের ম্যাচটি আমাদের গুরুত্বপূর্ণ ছিল। পরিবেশ ও প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পাওয়া গেল। নারী ফুটবল দলের সাফল্যে আমরা সবাই খুশি এবং অনুপ্রাণিত।’ 

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের আগে আজ একটি অনানুষ্ঠানিক ম্যাচ খেলেছেন জামালরা। এই ম্যাচের ফলাফল বাফুফে প্রকাশ করেনি এখনো। 

এজেড/এনইউ