বাংলাদেশ-নেপাল ফাইনাল কখন, কোথায় দেখবেন?
নারী সাফের ফাইনালে আজ সোমবার খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকাল সোয়া ৫টায় শিরোপার লড়াইয়ে নামছে দুই দল। সাফ নারী টুর্নামেন্টের বিগত সব আসরের চ্যাম্পিয়ন ভারত। এবার সেই ভারতবিহীন ফাইনাল হচ্ছে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। নেপাল বিগত সময়ে চারবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। বাংলাদেশের একমাত্র ফাইনালেও ছিল ভারত বাধা। তাই দুই নারী দলের সামনেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের হাতছানি।
আজ জিতলেই গড়া হয়ে যাবে ইতিহাস। এমন ইতিহাসের সাক্ষী আপনিও হতে পারেন চাইলে। পুরো টুর্নামেন্টের কোনো খেলাই অবশ্য বাংলাদেশি কোনো চ্যানেলে দেখানো হয়নি। ফাইনালের এই বিশেষ উপলক্ষ্যে টি-স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। যদিও টি-স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে খেলাটি দেখা যাবে কি না, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের শুরু থেকেই এর সম্প্রচার করেছে যুক্তরাজ্যভিত্তিক ব্রডকাস্টার ইলেভেনস্পোর্টস ডটকম। আজকের ফাইনালেও খেলা দেখা যাবে এই ওয়েবসাইটেই।
আজ বিকেল ৫টা ১৫ মিনিটে শুরু হবে শিরোপা লড়াইয়ের এই ম্যাচ। চাইলেই দেখতে পারবেন বাংলাদেশ ও নেপালের মেয়েদের মধ্যকার এই লড়াই। খেলা দেখতে ক্লিক করুন এখানে।