মেসিকে হুঁশিয়ারি দিলেন মাসচেরানো?
সেই ২০১০ সাল থেকে ছিলেন ন্যু ক্যাম্পে। বার্সেলোনা তো বটেই, হ্যাভিয়ের মাসচেরানো লিওনেল মেসির সতীর্থ ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলেও। সেই মাসচেরানোই সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যমে বললেন এমন কিছু, যাকে মেসিও ধরে নিতে পারেন একটা সতর্কবার্তা হিসেবেই।
২০১০ থেকে ২০১৮, মাঝের সাত বছরে বার্সেলোনার হয়ে সাফল্যমণ্ডিত একটা সময়ই কাটিয়েছিলেন মাসচেরানো। কার্লোস পুয়োলের অবসরের পর ছিলেন কাতালান রক্ষণভাগের নেতাও। সেই মাসচেরানো যখন ২০১৮ এর জানুয়ারিতে হেইবেই চায়না ফরচুনে খেলতে পাড়ি জমিয়েছিলেন চীনে, বড়সড় এক শূন্যতাই আঁকড়ে ধরেছিল তাকে।
বিজ্ঞাপন
সম্প্রতি সাবেক আর্জেন্টিনা অধিনায়ককে লা লিগার দূত হিসেবে উপস্থাপন করে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটি। সেখানে তিনি বললেন, ‘যখন আপনি বার্সেলোনা ছাড়েন তখন বড়সড় একটা শূন্যতা এসে আঁকড়ে ধরে আপনাকে।’
শেষ ছয়-সাত মাসে বার্সেলোনা অধিনায়ক মেসির ক্লাব ছাড়ার ব্যাপারে কম জলঘোলা হয়নি। চলতি মৌসুমের শেষেই কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ মেসির। তার জন্যে আগ্রহী ক্লাবের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে মাসচেরানো যা বললেন, এরপর কি মেসি ক্লাব ছাড়ার আগে দুবার ভাববেন না?
তবে মেসি ভাবুন আর নাই ভাবুন, সাবেক সতীর্থের যে কোনো সিদ্ধান্তেই সমর্থন থাকবে মাসচেরানোর। সে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাকে কোনো পরামর্শ দেব না আমি, কারণ দিনশেষে সিদ্ধান্তটা তার। তবে হ্যাঁ, সে আমার বন্ধু। আর সে হিসেবে তার যে কোনো সিদ্ধান্তকেই স্বাগত জানাব আমি।’
চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি মেসির। তবে সে ছন্দহীনতাটা কাটিয়ে মেসি ঠিকই চলে এসেছেন লা লিগার গোলদাতার তালিকায় শীর্ষে। আর তাই মাসচেরানোর মনে হচ্ছে, মেসি নয় বার্সার মানই পড়ে গেছে। বললেন, ‘আমার মনে হয় সে ভালো করছে। আগের ১৫ বছরে যেমন খেলেছে, দেহভাষ্য কিংবা খেলা কোনো দিক থেকেই কোনো পরিবর্তন দেখছি না তার মাঝে। তবে সার্বিক দিক থেকে বার্সেলোনা এখন আর তাদের সেরা ছন্দে নেই।’
এ কারণেই হয়তো, বার্সা ছাড়লেও মেসিকে সমর্থন দেবেন মাসচেরানো। বললেন, ‘প্রত্যেকটা ক্লাবেই একটা সময় পর খেলোয়াড়দেরকে ক্লাব ছেড়ে যেতে হয়। শুধুমাত্র ক্লাবটাই রয়ে যায়।’
এনইউ