নেইমারের কাছের আর্জেন্টাইনদের ওপর বিরক্ত এমবাপে
ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলীয় বৈরিতার কথা কারো অজানা নয়। দুই দল এখনো ফুটবল মাঠে মুখোমুখি হলে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ আকাশ ছুঁতে চায়। তবে ক্লাব পর্যায়ে ইউরোপের বিভিন্ন দলে একসঙ্গে খেলায় দুই দলের ফুটবলারদের মধ্যে বন্ধুত্বও বেশ। পিএসজিতে নেইমারের ‘দুর্দিনে’ ক্লাবটির আর্জেন্টাইন খেলোয়াড়দের পাশে পাচ্ছেন তিনি।
নেইমারের সঙ্গে আর্জেন্টাইন খেলোয়াড়দের সখ্যতা এমবাপের খুব একটা রোচে না বলে জানাচ্ছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তে। সেজন্য পিএসজির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্লাবের আর্জেন্টাইন ফুটবলারদের তাড়ানোর আবদারও করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> এমবাপেকে কেউ বলে দাও, তার বয়সে মেসির ৪টা ব্যালন ডি’অর ছিল
পিএসজির সঙ্গে আনহেল ডি মারিয়ার চুক্তি নবায়ন না করতে চাওয়া এবং লিয়ান্দ্রো পারেদেসের ক্লাব ছাড়তে চাওয়ার নেপথ্যে ক্লাবের আর্জেন্টাইন খেলোয়াড়দের ওপর এমবাপের বিরক্তি ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেছে ইউওএল এস্পোর্তে।
— Transfer News Live (@DeadlineDayLive) August 19, 2022
সম্প্রতি পিএসজির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ম্যাচ চলাকালে ধাক্কা দিয়ে সমালোচকদের তোপের মুখে পড়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার এমবাপে। সাবেক ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনিও এমবাপের ‘ঔদ্ধত্যে’র সমালোচনা করেছেন।
আরও পড়ুন >> মেসি-নেইমার একজোট, পিএসজিতে কোণঠাসা এমবাপে
নতুন মৌসুমের শুরু থেকেই একের পর এক কাণ্ডে সমালোচিত হচ্ছেন এমবাপে। কখনো নেইমারের সঙ্গে বিবাদে জড়িয়ে, কখনো মেসির সঙ্গে অসদাচরণে, আবার কখনো পাস না পাওয়ার ক্ষোভে দলের আক্রমণের মাঝপথেই থমকে যাওয়ার মতো ঘটনায় বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছেন তিনি।
এইচএমএ