বিশ্বজুড়ে মুসলিমরা উদযাপন করছেন কোরবানির ঈদ। আনন্দের এই ক্ষণে ভক্ত-সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন ফুটবল অঙ্গনের তারকারাও। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া থেকে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।

জামাল ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ঈদুল আজহা মোবারক। আপনার এবং আপনার পরিবারের জন্য রইল শুভকামনা, সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।’

ফ্রান্সে শনিবারই উদযাপিত হয়েছে ঈদুল আজহা। রিয়াল মাদ্রিদের আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ফুটবলার লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আপনার এবং আমার থেকে কবুল করুন।’

আরও পড়ুন >> ঈদে ভক্তদের জন্য সুখবর দিলেন সাকিব

বিশ্বের সকল মুসলমানদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সাবেক জার্মান এবং আর্সেনাল মিডফিল্ডার মেসুট ওজিল। এক টুইটে ওজিল লিখেছেন, ‘বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের শুভ ঈদুল আজহা।’

এইচএমএ