ঈদের আর বেশিদিন বাকি নেই। আগামী রোববার (১০ জুলাই) দেশজুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তার আগে এখন কোরবানির পশু কেনার কাজ সারছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কোরবানির ঈদের জন্য গরু কিনেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও।

আজ মঙ্গলবার (৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গরুর ছবি পোস্ট করেছেন জামাল। ক্যাপশনে লিখেছেন, ‘তাড়াতাড়ি! ঈদ এসেছে বেশি বেশি খেতে হবে।’ যদিও এটি কোরবানির গরু কীনা নিশ্চিত হওয়া যায়নি। এমনিতে আগেও ঈদে গরু কোরবানি দিয়েছেন জামাল।

গত জুনে এশিয়া কাপ বাছাইয়ে খেলতে জামাল ভুঁইয়ার নেতৃত্বে মালয়েশিয়া সফর করেছিল বাংলাদেশ। সেখানে বাহরাইন, তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে হেরে এশিয়া কাপের বাছাইপর্ব থেকেই বিদায় নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন >> মুস্তাফিজ কোরবানি দেবেন দুটি গরু, দুটি ছাগল

সেখান থেকে ফিরে প্রিমিয়ার লিগ ফুটবলে ব্যস্ত হয়ে পড়েছেন জামাল ভুঁইয়া। সাইফ স্পোর্টিংয়ের হয়ে প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। বিরতির লিগে দারুণ পারফর্ম করছে তার দল, সবশেষ ম্যাচে তার দল শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনীকে ৪-২ গোলে হারিয়েছে।

এইচএমএ