ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এখন নতুন ক্লাব খুঁজছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা। সাবেক ক্লাব জুভেন্টাসেই ফিরে যাবেন নাকি ঠিকানা খুঁজবেন নতুন কোথাও, সেটা নিয়েই এখন চলছে জল্পনা। পগবা তার পরবর্তী গন্তব্য এখনো খুঁজে না পেলেও তার বড় ভাই ফ্লোরেন্তিন পগবা ঠিকই পেয়ে গেছেন তার ক্লাব। ভারতের মোহনবাগানে নাম লিখিয়েছেন তিনি।

ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান এরই মধ্যে পগবার ভাইয়ের ক্লাবে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে। ৩১ বছর বয়সী ফ্লোরেন্তিন ইতিপূর্বে ফরাসি ক্লাব সোশো, সেন্ট এতিয়েঁ এবং যুক্তরাষ্ট্রের আটলান্টা ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি। পগবা মধ্যমাঠে রাজত্ব করলেও তার বড় ভাই ফ্লোরেন্তিন খেলেন রক্ষণে।

মোহনবাগানে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ফ্লোরেন্তিন, ‘নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ভারতে খেলতে আসছি। নতুন দেশ, নতুন প্রতিযোগিতা এবং অনেকগুলো নতুন ক্লাব। এশিয়ার ঐতিহ্যশালী এবং অন্যতম সেরা ক্লাবের হয়ে মাঠে নামব, এটা ভেবে গর্বিত। এই জার্সির ঐতিহ্য আলাদা। অপেক্ষায় রয়েছি কবে সবুজ-মেরুন জার্সি পরে নামতে পারব।’

‘বড়’ ভাই পগবার দলবদলের খবর নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন ‘ছোট’ পগবাও, ‘নতুন ক্লাবে তোমাকে অনেক শুভেচ্ছা জানাই ফ্লোরেন্তিন।’

এইচএমএ/এটি