জিদানের পথ পরিষ্কার করে পিএসজি ছাড়ছেন পচেত্তিনো
কোচ মরিসিও পচেত্তিনোকে ছেড়ে দিতে চায় পিএসজি, খবরটা বেশ পুরোনো। তবে ক্লাব তাকে ছেড়ে দিতে চাইলেও পচেত্তিনো আসলে কি চান, সেটা এতদিন জানা সম্ভব হয়নি। অবশেষে পচেত্তিনোও নাকি পিএসজির দায়িত্ব নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন। ক্লাব চাইলে কোচের পদ ছেড়ে দিতে তার কোনো আপত্তি নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম অ্যাথলেটিক জানাচ্ছে, গত সপ্তাহে পিএসজিতে সদ্য সমাপ্ত মৌসুমের ভালোমন্দ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছিলেন পচেত্তিনো। সেখানো দুই পক্ষের মধ্যে ক্লাবে পচেত্তিনোর ভবিষ্যৎ নিয়েও কথা হয়। আলোচনার পর পচেত্তিনো ক্লাব ছাড়তে সম্মত হয়েছেন বলে নিশ্চিত করেছে অ্যাথলেটিক।
বিজ্ঞাপন
গত বছরের জানুয়ারিতে খেলোয়াড়ি জীবনে নিজের সাবেক ক্লাব পিএসজিতে কোচ হিসেবে যোগ দেন পচেত্তিনো। সদ্য সমাপ্ত মৌসুমে দলকে এনে দিয়েছেন লিগ শিরোপা, তবে পিএসজির ডাগআউটে পূর্বসূরিদের ন্যায় তিনিও ব্যর্থ হয়েছেন ফরাসি চ্যাম্পিয়নদের ইউরোপসেরা বানাতে। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৩ পর্যন্ত।
পিএসজির পরবর্তী কোচ হিসেবে জোরেশোরে উচ্চারিত হচ্ছে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের নাম। এছাড়া লিগ আঁ ক্লাব নিসের কোচ ক্রিস্তোফ গলতিয়েরের নামও ঘুরেফিরে আসছে।
অপরদিকে গত মৌসুমে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজিতে আসার আগে যে ক্লাবে কোচিং করিয়েছেন সেই টটেনহ্যামেও ফিরে যাবার গুঞ্জন ছিল পচেত্তিনোর। তবে আপাতত এই তিন ক্লাবই ম্যানেজারের পদ নিয়ে নিশ্চিন্ত। তাই পিএসজির পর পচেত্তিনোর নতুন সম্পর্কে ধারণা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে গত মৌসুম শেষেই ক্লাবের আলোচিত স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোকে বিদায় জানিয়েছিল পিএসজি। তার জায়গায় পরামর্শক হিসেবে বিখ্যাত পর্তুগিজ ফুটবল প্রশাসক লুইস কাম্পোসকে নিয়োগ দিয়েছে ক্লাবটি।
এইচএমএ/এটি