স্বপ্নের মতো সময় কাটাচ্ছে আর্জেন্টিনা। হারতে যেন ভুলেই গেছে আলবিসেলেস্তেরা। ভাবা যায়, সবশেষ ৩২ ম্যাচে অজেয়! লিওনেল স্কালেনির কোচিংয়ে নতুন এক উচ্চতায় লাতিন আমেরিকান জায়ান্টরা। গেল সপ্তাহে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জেতার পর এবার বিশ্রামের সুযোগ মেলেনি। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১২টাতে আরেক লড়াই। 

এস্তোনিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ফুটবল দল। স্পেনের প্যাম্পলোনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এবারই প্রথম এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। অচেনা প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে গিয়ে অবশ্য একাদশ নিয়ে কিছু পরীক্ষা চালাতে চাইছেন স্কালেনি। 

অবশ্য অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রাখতে রাজি নন কোচ। দলের সেরা তারকাকে রেখেই প্রথম একাদশ সাজাবেন কোচ। এছাড়া দলে বড় কিছু পরিবর্তনের আভাস থাকছেই। হাঁটুর চোটে নেই গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। চোটে ম্যাচটা খেলা হচ্ছে না মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়ার। 

বলা হচ্ছে, এই ম্যাচে অভিষেক হতে পারে মার্কো সেন্সির। গুইদো রদ্রিগেজ থাকতে পারেন শুরু থেকেই। কে থাকছেন, কে থাকছেন না-এটা বড় কিছু নয় এস্তোনিয়ার বিপক্ষে। ইতিহাসের বড় কোন অঘটন না ঘটলে ম্যাচটা আর্জেন্টিনাই জিততে যাচ্ছে। অজেয় মেসির দলটাকে আটকানোর সাধ্য কোথায় অখ্যাত এস্তোনিয়ার?

এটি