বায়ার্নে আর কখনো খেলতে চান না লেভান্ডভস্কি
ক্যারিয়ারের আটটা বছর বায়ার্ন মিউনিখে কাটিয়েছেন, তবে এখন সময় হয়েছে বিচ্ছেদের, এমনটাই জানালেন দলটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। শেষ কিছুদিনে তার বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে গুঞ্জন কম চলছে না। সে গুঞ্জনের আগুনে রীতিমতো ঘি ঢাললো লেভান্ডভস্কির এই বক্তব্য।
আট বছরের বায়ার্ন ক্যারিয়ারে তিনি জিতেছেন আটটি লিগ শিরোপা আর একটি চ্যাম্পিয়ন্স লিগ। দলটির হয়ে শেষ ৭ মৌসুমে অন্তত ৪০টি করে গোল করেছেন লেভা। তবে দলটিতে আর খেলতে চান না তিনি। সম্প্রতি পোল্যান্ডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বায়ার্ন মিউনিখে আমার সময় শেষ। এই ক্লাবে আর কখনো খেলা চালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আমি।’
বিজ্ঞাপন
২০২৩ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি আছে লেভার। তবে কেবল সে কারণেই বায়ার্ন আটকে রাখবে, এমনটা মোটেও মনে করছেন না পোলিশ এই তারকা। বললেন, ‘বায়ার্ন একটা আন্তরিক ক্লাব। আর আমার বিশ্বাস যে তারা কেবল রাখতে পারবে বলে আমাকে আটকে রাখবে না।’
বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন আছে তার। লেভান্ডভস্কিরও মনে হচ্ছে, তাকে অন্য দলে পাঠিয়ে দেওয়াই সেরা সমাধান। তিনি বলেন, ‘আমি আর কখনো সেখানে খেলতে চাই না। একটা দলবদলই এই মুহূর্তে সেরা সমাধান। আমি আশা করছি, তারা আমাকে আটকে রাখবে না।’
দিন কয়েক আগে লেভান্ডভস্কিকে নিয়ে বায়ার্ন জানিয়েছিল, চুক্তি শেষ হওয়ার আগে তাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা মোটেও নেই ক্লাবটির। ২০২৩ সালে তার চুক্তি শেষ, যেতে চাইলে এরপরই যেতে হবে তাকে।
তবে বায়ার্ন মিউনিখ গেলবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়কে ধরে রাখতে কম চেষ্টা করেনি। নতুন চুক্তি দেওয়ার চেষ্টা করেছে বেশ। তবে লেভান্ডভস্কি প্রতিটি প্রস্তাবকেই প্রত্যাখ্যান করেছেন। এরপর তার এজেন্ট পিনি জাহাভি তো বলেই দিয়েছিলেন, বায়ার্ন মিউনিখ তার আর তার ক্যারিয়ারের জন্য ‘অতীত’ হয়ে গেছে। এরপরই এলো লেভার এই বক্তব্য।
বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনা তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে বটে। তবে এখন শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখ তার বদলি কাউকে না পেলে ছাড়বে না তাকে। তার বদলি হিসেবে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা ভিএফবি স্টুটগার্ট ফরোয়ার্ড সাশা কালাইজিচকে দলে ভেড়ানোর চেষ্টায় আছে। সঙ্গে সাদিও মানেকেও দলে ভেড়াতে চাইছে ব্যাভারিয়ান ক্লাবটি। দুই চেষ্টার একটিতে সফল হলেই লেভাকে ছেড়ে দেবে বায়ার্ন, ধারণা করা হচ্ছে এমনটাই।
এনইউ