দেশ ছাড়ার দিন সংবাদ সম্মেলনে জাতীয় দলের হেড কোচ ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। এশিয়া কাপ বাছাই মিশনে মালয়েশিয়া যাওয়ার আগে ইন্দোনেশিয়ায় প্রীতি ম্যাচ খেলতে রাতে জাকার্তার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। কোচ আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ২৭ জনের নাম দিয়েছেন। 

বসুন্ধরা কিংসের ৪ ফুটবলার এএফসি কাপ থেকে ব্যথা পেয়ে এসেছেন। সেই চার ফুটবলার তারিক কাজী, সুমন রেজা, মতিন মিয়া ও মাসুক মিয়া জনির বিষয়ে আজ বিকেলের পর জানাবেন বলে জানান কোচ, ‘বসুন্ধরার চার ফুটবলার ক্যাম্পে উঠেছে। তাদের শারীরিক পরিস্থিতি চিকিৎসকরা দেখবেন। এরপর সিদ্ধান্ত নেয়া হবে।’

এই চার ফুটবলারদের যদি কেউ খেলার উপযোগী থাকেন তাহলে বাকি ২৩ জনের মধ্যে থেকে বাদ পড়বেন। কারা বাদ পড়তে পারেন সে নামও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার কথা বললেন কোচ, ‘এটা টেকনিক্যাল সভা করে সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশ এখন যাবে ইন্দোনেশিয়া। সেখান থেকে মালয়েশিয়া যাবে ২ জুন। বসুন্ধরার ৪ খেলোয়াড়দের মধ্যে কোনো খেলোয়াড় যদি শেষ মুহূর্তে টিকে যান তাহলে বাকি ২৩ জনের মধ্যে কারো কপাল পুড়বে। ২৩ জনের বেশি ফুটবলার না নেয়া সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বাফুফের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। কোচ ২৩ জন নিয়েই কাজ করতে চান।’ তবে বসুন্ধরা কিংসের চার ফুটবলারের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করেন কোচ, ‘৯৫ শতাংশ তাদের পক্ষে খেলাটা কঠিন।’

বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও নাইম। 
ডিফেন্ডার: ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি,রহমত মিয়া, ইসা ফয়সাল, রায়হান হাসান।
মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, মেহেদী হাসান অপি, জামাল ভূঁইয়া, মারাজ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি,পাপন সিং।।
ফরোয়ার্ড: সাজ্জাদ হোসেন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, জাফর ইকবাল,ফয়সাল আহমেদ ফাহিম। 

এজেড/এটি/এনইউ