রিয়ালের চেয়ে পিএসজির প্রজেক্টই বেশি টেনেছে এমবাপেকে
কিলিয়ান এমবাপের দীর্ঘ দলবদলের নাটক শেষ হয়েছে। রিয়াল মাদ্রিদে ‘যাচ্ছি, গেলাম’ করেও শেষতক পিএসজিতেই থেকে গেছেন। ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ৩ বছরের জন্য, এই সময়কালে শুধু সাইনিং বোনাস ও বেতন বাবদ ৭৫ কোটি ইউরো আয় করবেন তিনি, বাংলাদেশী টাকায় যা প্রায় ৭ হাজার কোটি টাকা। সংশ্লিষ্টদের ধারণা, টাকার অঙ্কের জন্যই পিএসজিতে রয়ে গেছেন তিনি। তবে এমবাপে সেই ধারণা অকপটেই নাকচ করে দিলেন।
চুক্তি নবায়নের পর এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড বলেছেন, অর্থের প্রলোভনে নয়, বরং পিএসজির ক্রীড়া প্রকল্পই তাকে বেশি প্রলুব্ধ করেছে, ‘সবাই জানে আমি গত বছর ক্লাব ছাড়তে চেয়েছি। তবে ব্যক্তিগতভাবে এবং খেলার দিক দিয়েও এখন পরিস্থিতি ভিন্ন। আমার দেশ ছেড়ে যাওয়া ঠিক হতো না। এখানে স্পোর্টিং প্রজেক্ট বদলেছে। আমরা মাসের পর মাস স্পোর্টিং প্রজেক্ট নিয়ে কথা বলেছি, আর টাকা নিয়ে কথা বলেছি কয়েক মিনিট।’
বিজ্ঞাপন
পিএসজি নতুন চুক্তির প্রস্তাবে বড় অঙ্কের অর্থের সঙ্গে এমবাপেকে কোচ, সতীর্থ বেছে নেওয়ার সুযোগও দিচ্ছে, এমন খবর বেশ চাউর হয়েছিল ইউরোপীয় সংবাদমাধ্যমে। তবে সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো স্বীকার করতে চাইলেন এই তরুণ ফরাসি ফরোয়ার্ড, ‘দলে একজন খেলোয়াড়ের যা ভূমিকা থাকে, আমারও সেটাই থাকবে, এর চেয়ে বেশি কিছু নয়। এই প্রজেক্টের অংশ হতে কোনো বিশেষ দায়িত্বের প্রয়োজন নেই।’
ক্লাব নতুন চুক্তিতে তাকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছে বলেও গুজব শোনা গিয়েছিল। তবে এমবাপে এই প্রসঙ্গে পরিষ্কারভাবে বলেছেন, ‘ক্লাবে একজন অধিনায়ক আছে, মার্কুইনোস, ওর কাছ থেকে দায়িত্ব ছিনিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমার মতামত দিতে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই।’
এইচএমএ