চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতির তোড়জোর চালাচ্ছে দলগুলো। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। আলবিসেলেস্তেরাও বিশ্বকাপের প্রস্তুতিকে মাথায় রেখে ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বেশ। 

তারই ফল হিসেবে একটা সম্ভাবনা ছিল আসছে জুনে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলার। তবে সে সম্ভাবনা প্রায় মিলিয়েই গেছে বলে জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। 

আসছে জুনে লিওনেল মেসির দল ‘ফিনালিসিমায়’ মাঠে নামবে ইতালির বিপক্ষে। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলার কথা ছিল আর্জেন্টিনার। সেই ম্যাচটা স্থগিত হয়ে গেছে, সেটা জানা গিয়েছিল অনেক আগেই। ইসরায়েলের বিপক্ষেও তাদের খেলার কথা শোনা যাচ্ছিল।  

আর্জেন্টিনা জাতীয় দলের খবরের বিশ্বস্ত মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে গেল মাসে জানিয়েছিল, ১ জুন ইতালির পর তারা ৬ তারিখ মাঠে নামতে পারে ইসরায়েলের বিপক্ষে। আর্জেন্টাইন সাংবাদিক এরর্নান কাস্তিলোও জানিয়েছিলেন, ইউরোপের কোনো ভেন্যুতে ওই ম্যাচটির সম্ভাব্যতা বাড়ছে।

তবে এবার টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদক গ্যাসন এদুল জানাচ্ছেন ভিন্ন কথা। তিনি জানালেন, মাঠে গড়াচ্ছে না এই ম্যাচটাও। তার ভাষ্য, ‘ইসরায়েল-আর্জেন্টিনার ম্যাচটা বাতিল হতে চলেছে। ম্যাচটা মাঠে গড়ানো নিয়ে চূড়ান্ত কোনো কথা হয়নি।’

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার খেলার কথা ছিল ইসরায়েলের বিপক্ষে। সে ম্যাচটিও বাতিল হয়েছিল শেষ মুহূর্তে। শেষমেশ ম্যাচটা বাতিল হলে জুন মাসের উইন্ডোতে আর্জেন্টিনার ম্যাচ কমে দাঁড়াবে একটিতে। 

এনইউ/এটি